বাবার প্রয়াণের পরেও ফেসবুকে কুরুচিকর পোস্টের জেরে পুলিশের দ্বারস্থ সৌমিত্র কন্যা পৌলমী

0
154

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অসুস্থ অবস্থাতেও পরিবারের জোরাজুরি করার কারণেই কাজ করতে হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সৌমিত্র ছাড়া পরিবারের আর্থিক কোন জোর নেই। এরকমই একাধিক কুরুচিকর অভিযোগে সম্প্রতি বিদ্ধ হয়েছেন সদ্য প্রাক্তন প্রবাদপ্রতিম বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু। সমস্ত বিষয়ে কলকাতা পুলিশ সাইবার ক্রাইম শাখায় জানিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বুধবার রাতে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে।

Soumitra Chatterjee | newsfront.co
ফাইল চিত্র

৪০ দিন হাসপাতালে লড়াই করার পর সদ্য প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ভক্ত অনুগামীরা তো বটেই, এমনকি সদ্য পিতৃহারা সৌমিত্র কন্যা পৌলমীও এখনো ধাতস্থ হয়ে উঠতে পারেননি। তারমধ্যে ফেসবুকে একের পর এক কুরুচিকর পোস্ট সেই কষ্ট যেন আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

গত কয়েকদিন ধরেই প্রয়াত অভিনেতা ও তাঁর পরিবারকে নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করছে নেটিজেনদের একাংশ। আর সেই কারণেই খানিকটা ক্ষুব্ধ পৌলমী। পুলিশের দ্বারস্থ সৌমিত্র কন্যা।

করোনা পরিস্থিতিতে কেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে কাজ করা থেকে আটকালেন না মেয়ে, পরিবার আর্থিকভাবে অভিনেতার উপর কতখানি নির্ভরশীল ইত্যাদি বিষয় নিয়ে নানা কুরুচিকর পোস্ট করা হয়। এরপরই মেজাজ হারান পৌলমী বসু।

আরও পড়ুনঃ বেঁচে থাকতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মান দেয়নি রাজ্য সরকারঃ অধীর

ফেসবুকে এমনই একটি লিঙ্ক পোস্ট করে তিনি লিখেছেন, “এই অর্ধেক সত্যি খবরের কোনও মানে নেই। এই নোংরামো কবে থাকবে? তারকাদের পরিবারকে নিয়ে মানুষ যা ইচ্ছা তাই বলে দেয়। সোশ্যাল মিডিয়া বলে যা খুশি তাই চলে!”

পরে কমেন্টে আবার লেখেন, এর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হবেন তিনি। শোনা যাচ্ছে, লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন সৌমিত্র কন্যা। এদিকে, লাগাতার রিপোর্ট করার জন্য পৌলমীর পোস্ট করা লিংকটি সরিয়ে দিয়েছে ফেসবুক।

তবে তার আগেই ওই লিংকের লেখা হোয়াটসঅ্যাপ-সহ অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়। তবে এসব বিষয়ে মনোযোগ না দিয়ে মাথা ঠান্ডা রাখার জন্য সৌমিত্র কন্যাকে অনুরোধ করেছেন একাধিক শুভানুধ্যায়ীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here