মাধ্যমিকে তৃতীয় হয়ে চমক বাঁকুড়ার সৌম্যের

0
44

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

আরো একবার মাধ্যমিকে বাজিমাত বাঁকুড়ার। সবাইকে চমকে দিয়ে মাধ্যমিকে তৃতীয় স্থান দখল করে নিল বাঁকুড়ার কেদুয়াডিহী হাইস্কুলের ছাত্র সৌম্য পাঠক। ৭০০ নম্বরের পরীক্ষায় সৌম্য পেয়েছে ৬৯০ নম্বর। প্রতি বছরই বাঁকুড়ার কোনো না কোনো স্কুল মেধা তালিকায় জায়গা করে নেয়। এবারও তার ব্যাতিক্রম হল না।

soumo | newsfron.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মাধ্যমিকে ষষ্ঠ হয়ে বাজিমাত রায়গঞ্জের ছাত্র সাগ্নিকের

বাঁকুড়ার রামমোহন পল্লী এলাকায় বাড়ি সৌম্যের। বাবা হাইস্কুলে শিক্ষকতা করেন। মা গৃহবধূ। ভবিষ্যতে সৌম্য ডাক্তারি পড়তে চায়। আই এস অফিসার হয়ে দেশের প্রশাসক হতে চায় সে। টাইমবেধে বাঁধাধরা নিয়মে পড়াশোনা করত সে।

ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার আবেদন, নিয়মে বেঁধে পড়াশোনা করলেই সাফল্য আসবে। পড়াশোনার পাশাপাশি সে ছবি আঁকতেও ভালোবাসে। তার এই ফলের পিছনে বাবা-মায়ের অবদানই সব থেকে বেশি বলে দাবি সৌম্যের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here