সাউন্ড লেবেল মিটার নিয়ে শব্দবাজি নিয়ন্ত্রনে প্রস্তুত পুলিশ

0
98

সুদীপ পাল,বর্ধমানঃ

সামনেই দীপাবলী উৎসব।মনের সুখে বাজি পোড়াবেন বলে অনেকেই অপেক্ষা করছেন।কিন্তু বাজি পোড়ানো তে রাশ টানতে চাইছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ। তার কারণ অতিরিক্ত শব্দ বাজিতে একদিকে যেরকম দূষণের মাত্রা বাড়ে অন্যদিকে যারা বয়স্ক বা শারীরিক ভাবে অসুস্থ তাদের শরীর খারাপ করে যায়।এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই শব্দবাজির শব্দ নিয়ন্ত্রণ করা হবে?পূর্ব বর্ধমানের থানাগুলির হাতে এসেছে ‘সাউন্ড লেবেল মিটার’।বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট ডেসিবেল কত হবে তা ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট ডেসিবেলের বেশি মাত্রা হলেই এই যন্ত্রের মাধ্যমে চালান কাটবে পুলিশ। শব্দবাজির ক্ষেত্রে ৯০ ডেসিবেল এবং সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে ৬৫ ডেসিবেলের মাত্রায় ছাড়িয়ে যাচ্ছে কিনা তা মাপা যাবে এই যন্ত্রের সাহায্যে।

সাউন্ড লেবেল মিটার।নিজস্ব চিত্র

যদি রাখা যায় শব্দবাজি বা সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে ডেসিবেলের মাত্রা অতিক্রম করেছে তাহলে পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।সুতরাং যদি ভেবে থাকেন মনের সুখে বাজি পোড়াবো, তাহলে দেখে নিন তা শব্দ মাত্রা অতিক্রম করছে কি না।যদি করে তাহলে কিন্তু কপালে বিপদ আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here