পিয়ালী দাস,বীরভূমঃ
সৌরভ গাঙ্গুলী সিউড়ি তে এলেন,দেখলেন, দর্শকের হৃদয় জয় করলেন।গ্রেগ চ্যাপেলকে নিয়ে লক্ষনের আত্মজীবনীতে লেখা কে সমর্থন করলেন সৌরভ।সোমবার জেলাসদর সিউড়িতে সিএবি আন্তঃজেলা সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল খেলা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করেন।
সিএবি পরিচালিত আন্তঃজেলা সিএবি টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল নদীয়া এবং বর্ধমান জেলা।এই খেলা উপলক্ষ্যে সিউড়ি শহরে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।উপচে পড়া দর্শক গ্যালারি দাদাকে একপলক চাক্ষুষ করতে।সারা মাঠ জুড়ে দাদা দাদা বলে চিৎকার। মাঠ ঘুরে সৌরভ বীরভূম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগকে কুর্নিশ জানালেন। তিনি বলেন জেলা শহরে খেলার মাঠের এই ধরনের পরিকাঠামো সত্যিই অসাধারণ। আগামী দিনে ক্রিকেটের জুনিয়র পর্যায়ের বিভিন্ন খেলা সিউড়ির মাঠে দেওয়ার কথা ঘোষণা করেন।পাশাপাশি বাংলাদেশের সঙ্গে আমন্ত্রণমূলক ক্রিকেট খেলা ও জেলার এই মাঠে দেওয়ার কথা জানান।ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণের আত্মজীবনী ২৪১ অ্যান্ড বিয়ন্ড সম্প্রতি বেরিয়েছে। সেখানে লক্ষণ গ্রেগ চ্যাপেল এর জমানায় ক্রিকেট কোচিং নিয়ে তৎকালীন ভারতীয় দলের অবস্থা সমালোচনা করেছেন। সেই লেখাকে সমর্থন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি বইটি পড়েছি। বিষয়টি অনেক পুরনো হলেও ভিভিএস লক্ষ্মণ ঠিকই লিখেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584