শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
বিতর্ক দানা বেঁধেছিল বহুদিন আগেই, কিন্তু প্রকাশ্যে স্পষ্ট হয়েছে টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর। টি-২০ বিশ্বকাপের যাবতীয় ব্যর্থতা কাঁধে নিয়ে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। তারপরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বোর্ডের তরফ থেকে হঠাৎ জানানো হয় কোহলিকে ওয়ানডে অধিনায়ক পদ থেকে সরানো হয়েছে। কারণ হিসেবে বলা হয় সাদা বলের ফরম্যাটে দুইজন অধিনায়ক বোর্ডের তরফ থেকে সেটা পরিচালনা করতে সম্ভব হয়ে উঠবে না। তাই এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা এবং লাল বলের ফরম্যাটে অধিনায়ক থাকবেন বিরাট কোহলি। এই মর্মে বিবৃতি দেন ভারতীয় বোর্ড বিসিসিআই।
পাশাপাশি বোর্ডের তরফ থেকে আরও জানানো হয়, কোহলিকে অধিনায়ক পদ থেকে সরানোর আগে তাঁর সাথে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেন, “টি-২০ অধিনায়ক পদ থেকে ইস্তফা না দেওয়ার জন্য কোহলিকে তিনি অনুরোধ করেছিলেন।”
অধিনায়ক পদ খোয়ানোর পর গুঞ্জন উঠেছিল বিরাট কোহলি নিজেকে আফ্রিকা সফর থেকে সরিয়ে নিয়েছেন এবং মেয়ের জন্মদিন উপলক্ষ্যে ছুটি চেয়ে আবেদন করেছেন। বোর্ডের তরফ থেকেও এক বিবৃতিতে এমনটা জানানো হয় এবং দেশের সংবাদ মাধ্যম ঢালাও হারে এটা প্রচার করেন। চারিদিকে বহু বিতর্কের ঢেউ উঠে, এরই মাঝে গতকাল বিরাট কোহলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাবতীয় গুঞ্জনের অবসান ঘটিয়ে বোর্ডের বিরুদ্ধে মুখ খুলেন।
তিনি সাংবাদিক বৈঠকে বলেন, “আমি দক্ষিণ আফ্রিকা সফরে আছি এবং বোর্ডের তরফ থেকে ছুটির ব্যাপারে যা বলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমার তরফ থেকে এমন কিছু বোর্ড কে বলা হয়নি। ” পাশাপাশি অধিনায়ক পদ খোয়ানোর ব্যাপারে জিজ্ঞেস করা হলে বলেন, “তাঁকে দেড় ঘন্টা আগে জানানো হয় সে আর অধিনায়কের পদে থাকছে না এবং তাঁর বদলে ওয়ানডে ফরম্যাটেও রোহিত শর্মাকে অধিনায়ক করা হচ্ছে।” এরপরে টি-২০ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে সৌরভ গাঙ্গুলী যে স্টেটমেন্ট দিয়েছিল, সেই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সেদিনের আলোচনায় এমন কোন অনুরোধ করা হয়নি বরং আমার সরে দাঁড়ানোর ব্যাপারটি সাদরে গ্রহণ করেছিলেন। ”
আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন! ছুটির গুঞ্জন উড়িয়ে জানালেন কোহলি
এই সমস্ত বয়ানের পর তোলপাড় হয়ে উঠেছে দেশের ক্রিকেট মহল। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে, বহু ক্রীড়া সমর্থক এই বিষয়গুলো নিয়ে বোর্ডের কাছে নানা প্রশ্ন তুলেন। পাশাপাশি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির এই বিষয়ে নীরবতা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। অবশেষে আজ সৌরভ গাঙ্গুলী এ ব্যাপারে মুখ খুললেন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সৌরভের বাড়ির সামনে সাংবাদিকদের ভীড় উপচে পড়েছিল। অবশেষে দুপুর নাগাদ তিনি বাড়ি থেকে বেড়ান। বেরানো মাত্রই কোহলি-বিতর্ক নিয়ে সাংবাদিকরা চেপে ধরেন সৌরভকে।
আরও পড়ুনঃ কোভিড বিধি লঙ্ঘনের দায়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন কামিন্স, অধিনায়ক হলেন স্মিথ
যদিও তিনি প্রথমে তিনি কোন প্রকার মন্তব্য করতে চাননি। কিন্তু শেষ পর্যন্ত সাংবাদিকদের জোড়াজুড়িতে বলেন, “এটি খুবই স্পর্শ কাতর বিষয়, যে বিতর্ক হয়েছে তা নিয়ে বোর্ড সময়মতো ব্যবস্থা নেবে।” এরপর এই ব্যাপারে আর কোন প্রকার মন্তব্য করেননি তিনি। এই কথা গুলো বলে তিনি তাঁর বাড়ি সংলগ্ন দফতরে ঢুকে যান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584