নিউজফ্রন্ট, স্পোর্টসডেস্কঃ
ইডেন গার্ডেন স্টেডিয়ামে ভারতের প্রথম ডে-নাইট টেস্ট ম্যাচের উদ্বোধন করতে শুক্রবার সকাল ১০.৩০ টা নাগাদ শহরে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদনের পর সাত বছর পরে ভারত তার প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচে খেলছে বাংলাদেশের সাথে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
শচীন তেন্ডুলকর-সহ বেশ কয়েকজন প্রাক্তন শীর্ষস্থানীয় ক্রিকেটার এই ঐতিহাসিক ম্যাচটি দেখার জন্য শহরে পৌঁছেছেন। টস হওয়ার ঠিক আগে দুই দলের অধিনায়কের হাতে গোলাপি বল তুলে দেওয়ার জন্য সেনাবাহিনীর প্যারাট্রুপাররা ইডেন গার্ডেনে উড়তে শুরু করবে।
এরপরে ম্যাচ শুরুর আগের প্রথাগত ইডেন বেল বাজাবেন প্রধানমন্ত্রী হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাচটির সরেজমিনে শ্রীমতি হাসিনা এবং মমতা বন্দোপাধ্যায়ের একটি করে সংক্ষিপ্ত সভা করার কথা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584