অমিত শাহের সঙ্গে দেখা করার জল্পনা ওড়ালেন সৌরভ

0
82

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর দেখা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে তিনি অমিত শাহের সঙ্গে বৈঠকের জল্পনা ওড়ালেন। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বললেন, “অমিত শাহের সঙ্গে কোনও কথা হবে না। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ)-র অনুষ্ঠানে যাচ্ছি। ”

sourav ganguly | newsfront.co
সৌরভ গাঙ্গুলী। ফাইল চিত্র

গতকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল। বৈঠকের কয়েক ঘণ্টা পর শোনা যায় আজ তিনি দিল্লি যেতে পারেন এবং অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন। তারপর থেকেই তাঁর বিজেপিতে যোগ জল্পনা আরও উসকে দেয়।

আরও পড়ুনঃ আপনার সমর্থনে ভরসা পেলাম, মমতাকে চিঠি অমর্ত্য সেনের

যদিও আজ সমস্ত জল্পনা উড়িয়ে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, শুধুমাত্র অরুণ জেটলির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। অমিত শাহের সঙ্গে যে তাঁর কোনও কথা হবে না সেটা স্পষ্ট জানিয়ে দেন।

দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে আজ অরুণ জেটলির একটি মূর্তি উন্মোচন হবে। প্রয়াত প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী দীর্ঘদিন দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) চেয়ারম্যান ছিলেন। তাঁর প্রয়াণের পর ফিরোজ শাহ কোটলার নাম পরিবর্তন করে রাখা হয় অরুণ জেটলি স্টেডিয়াম।

আরও পড়ুনঃ বিজেপি বিরোধী বলে অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি বিতর্কে ষড়যন্ত্র, নবান্নে দাবি মুখ্যমন্ত্রীর

এবার সেখানে তাঁর মূর্তি বসাচ্ছে ডিডিসিএ। আজ এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থাকবেন আরও তিন কেন্দ্রীয় মন্ত্রী, সেখানে উপস্থিত থাকবেন সৌরভও। ইতিমধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শাহের সঙ্গে বৈঠকের বিষয়টি তিনি অস্বীকার করলেও তাঁকে নিয়ে জল্পনা এখনও থেকেই যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here