বোর্ডের ভাবমূর্তি ভালো করতে চায়, জানালেন সৌরভ

0
54

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

বি সি সি আইয়ের মসনদে এবার মহারাজ। নতুন ইনিংস শুরু তার। ক্রিকেটের নন্দন কানন থেকে এবার সৌরভের অফিস মুম্বাইয়ের ক্রিকেট সেন্টারে। দেশের ক্রিকেট বোর্ডের প্রধান হওয়া এক অসাধারণ অনুভূতি বলে তিনি জানান। বেটিংয়ের অন্ধকার জগৎ থেকে ভারতীয় ক্রিকেটকে বের করে এনেছিলেন সৌরভ। এবার শুরু নতুন পথ। বি সি সি আইয়ের সভাপতি হয়ে বোর্ডের ভাবমূর্তি ভালো করতে চায় বলে জানালেন মহারাজ।

Sourav wants to improve the image of the board | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি সৌরভ। চিত্র সৌজন্যঃ এএনআই

আরও পড়ুনঃ কুড়ি বছর পর অর্থনীতিতে ফের বাঙালির নোবেল জয়

ব্রিজেস প্যাটেলকে টপকে বি সি সি আইয়ের শীর্ষে বসে পি টি টি আইকে তিনি জানান “অবশ্যই এটা দারুন অনুভূতি। আমি দেশের হয়ে খেলেছি ও অধিনায়কত্ব করেছি এবং এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছি যখন বি সি সি আই গত তিন বছর ধরে খুব ভালো অবস্থানে নেই। এর ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমার কাছে সুযোগ রয়েছে ভালো কিছু করার।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here