শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রবিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু কেন তিনি দেখা করেছেন, তা নিয়ে রবিবার বিকেল থেকেই চলেছে জল্পনার পারদ। এর মধ্যে এল একটি চাঞ্চল্যকর খবর।
সোমবার দিল্লিতে যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লিতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মহারাজ। সেই অনুষ্ঠানে থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
আরও পড়ুনঃ রবিবাসরীয় বিকেলে রাজভবনে ‘দাদা’, তুঙ্গে রাজনৈতিক জল্পনা
রবিবার হঠাৎ রাজভবনে পৌঁছে যান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল ধনকড়ের কাছে কেন সৌরভ গেলেন, তা নিয়ে শুরু হয়ে যায় জোর জল্পনা। তবে এখনই সৌরভের রাজনীতিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ সোমবার জয়দ্বীপের সঙ্গে বৈঠক করবেন ক্রীড়ামন্ত্রী
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন ডিডিসিএ প্রেসিডেন্ট অরুণ জেটলির একটি মূর্তি বসানো হবে। সেই মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দিল্লি যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজেজু, অনুরাগ ঠাকুররাও উপস্থিত থাকবেন। গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহবাগ, আশিস নেহরার মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদেরও থাকার কথা রয়েছে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584