অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
সৌরভের অসুস্থতার খবর তার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সে বিষয়ে এখনও কিছুই জানেন না সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায় ৷ তার অসুস্থ মা-কে ছেলের চিকিৎসাধীন থাকার কথা জানাননি সৌরভের বাড়ির সদস্যরা।
কারণ সৌরভের মা বিছানায় বয়স জনিত কারণে গুরুতর অসুস্থ মানসিকভাবে ভেঙে পড়ে আরও অসুস্থ হয়ে পড়তে পারেন তিনি। এই আশঙ্কা করেই এখনও পর্যন্ত পরিবারের লোকেরা সৌরভের হার্ট-অ্যাটাক ও হাসপাতালে ভরতির বিষয়ে তাঁকে জানাননি। সৌরভের বাবা চন্ডি গঙ্গোপাধ্যায়েরও হার্টের সমস্যা ছিল। সোমবার অবধি ডাক্তারদের পর্যবেক্ষনে থাকার কথা মহারাজের।
আরও পড়ুনঃ সৌরভের আরোগ্য কামনা সচিন থেকে গ্রেগের
আপাতত জানা যাচ্ছে যে সৌরভের জ্বর নেই। তিনি রাতে ভাল ঘুমিয়েছেন। তাঁর হৃদগতি ৭০ প্রতি মিনিট, রক্তচাপ ১১০/৭০ মিমি পারদস্তম্ভের উচ্চতা।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় করোনা বিধি ভাঙলেন রোহিত-সহ পাঁচ ক্রিকেটার
রবিবার সকালে তাঁর শারীরিক সমস্ত মাপকাঠি স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানিয়েছেন, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ। রাতে জ্বর আসেনি সৌরভের। তাঁর ওপর কড়া নজর রেখেছে চিকিৎসকদের দল।
রক্তে অক্সিজেন সম্পৃক্ততার মাত্রা ৯৮ শতাংশ।হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে। শনিবার রাতে সৌরভের সঙ্গেই ছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584