করোনা নিয়ে গ্রামেগঞ্জে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা প্রশাসনের

0
28

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য এবার সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি নার্সিং হোম ও পুরসভা মাতৃসদন গুলিতে আইসোলেশন ওয়ার্ড খোলার জন্য উদ্যোগী হলো দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন।

administration | newsfront.co
কঠোর ব্যবস্থা প্রশাসনের। নিজস্ব চিত্র

শুক্রবার দুপুরে দক্ষিন দিনাজপুরের গংগারামপুর শহরে বেসরকারি নার্সিংহোম ও মাতৃসদন ঘুরে দেখলেন জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক প্রনব ঘোষ সহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে। যদিও এখনও পর্যন্ত দক্ষিন দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত নিয়ে কোন খবর নেই।

আরও পড়ুনঃ পথ চলতি মানুষদের মাস্ক বিলি মেয়রের

corona precaution | newsfront.co
নিজস্ব চিত্র

তবে এই জেলা থেকে যেহেতু বিভিন্ন রাজ্যে পারিযায়ী শ্রমিকের কাজ করতে যায় বহু যুবক। তাই জেলা প্রশাসন এ ব্যাপারে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, বালুরঘাট জেলা হাসপাতাল ও গংগারামপুর মহুকুমা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলার উদ্যোগ গ্রহণ করে।

প্রসংগত, প্রয়োজনীয়তা বুঝলে বেসরকারি নার্সিংহোমগুলিতে আইসোলেশন ওয়ার্ড খোলার জন্য বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই ব্যাপারে নির্দেশ দেয়। গংগারামপুরের পুনর্ভবা নার্সিংহোমের ১০ টি শয্যা, জীবনজোত্যি নার্সিহোমের উপর তলাতে ১০ টি শয্যা ও পুরসভার নতুন ভবনকেও তারা আইসোলেশন ওয়ার্ড করার জন্য স্বচেষ্ট হয়েছে জেলা প্রশাসন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ করোনা ঠেকাতে এবার স্যানিটাইজার ও মাস্ক বিলি পার্লারে

এদিকে জেলায় করোনাতে কেউ আক্রান্ত না হলেও ভিন রাজ্য বা বিদেশ থেকে আসা ছাত্রছাত্রী বা শ্রমিকদের, জেলায় আসার সাথে সাথেই তাদের ১৪ দিনের জন্য গৃহ পর্যবেক্ষনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যে সংখ্যাটা ১৪৫ এ গিয়ে দাঁড়িয়েছে। অপরদিকে নতুন করে গ্রামগঞ্জে যারা প্রশাসনের চোখ এড়িয়ে নিজের বাড়িতে এসে থাকছেন। তাদেরকে চিহ্নিত করে ১৪ দিনের জন্য গৃহ সুরক্ষায় থাকার ব্যাপারে কঠোর মনোভাব প্রদর্শন করতে শুরু করেছে প্রশাসন।

সেই সকল মানুষদের চিহ্নিত করতে শুক্রবার গ্রাম পঞ্চায়েতদের ও পুরসভার কাউন্সিলরদের কাছে সরকারি নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, খবর পেলেই যেন সেসব পরিবারে আসা পরিজনদের নিয়ে,তারা হাসপাতালে পরীক্ষার জন্য হাজির হয়।

এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান ও পুরকাউন্সিলরদের উদ্দেশ্যে জারি করা নির্দেশে বলা হয়েছে জেলা প্রশাসনের তরফে গ্রামের সব পরিবারদের সব রকমের সতর্কতামূলক বিধি মেনে চলতেই হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here