করোনার থাবা এবারে রথযাত্রাতেও

0
146

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

লকডাউনের কোপ পড়ল বাঙালির প্রিয় রথযাত্রাতেও। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে দীর্ঘ কয়েক যুগ পর ছেদ পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত শতাব্দী প্রাচীন বিনশিরার রথযাত্রার। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এ বছর রথযাত্রা উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পারিবারিক মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি আজ ছিল জগন্নাথদেবের স্নানযাত্রা

Rath Yatra | newsfront.co
নিজস্ব চিত্র

লকডাউনের বিধির জেরে অন্যানবারের মত জাকজমকের মধ্যে না গিয়ে শুধু মাত্র পরিবারের লোকজনদের নিয়ে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে নিয়ম রক্ষার মধ্যে দিয়েই জগন্নাথ দেবের স্নানযাত্রা সারা হয় শতাব্দী প্রাচীন দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত বিনশিরার লাহা বাড়ির পারিবারিক জগন্নাথদেবের মন্দিরে। আর এবারের রথযাত্রা বন্ধের পাশাপাশি জগন্নাথ দেবের স্নান যাত্রায় অংশ নিতে না পারায় মুষড়ে পড়েছে এলাকাবাসী।

Jaggannath | newsfront.co
নিজস্ব চিত্র

কেননা সারা বছর ধরে তারা এই রথ যাত্রা ও প্রভুর স্নানযাত্রার দিকেই তাকিয়ে বসে থাকতেন। আর এই রথযাত্রার মেলাকে ঘিরে আত্মীয় কুটুমে ভরে উঠত গ্রাম। কিন্তু লকডাউন তাতে থাবা বসানোয় খুবই
মর্মাহত বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওড় অঞ্চলের বিনশিরা গ্রামের সর্বেশ্বর লাহা বাংলা ১৩২৯ সালে জগন্নাথ দেবের স্বপ্নে আদেশ পাওয়ায় এই মন্দির স্থাপন করেন। স্বপ্নে নির্দেশিত ওড়িশার পুরী এলাকার একটি জমির উপর থাকা নিম গাছ কেটে সেখানের পান্ডাদের মাধ্যমে তৈরি করেন জগন্নাথদেব, সুভদ্রাদেবী ও বলরামদেবের মূর্তি।

আরও পড়ুনঃ জগন্নাথ দেবের স্নানযাত্রা ঘিরে উদ্দীপনা মায়াপুরের ইসকন মন্দিরে

Rathajatra | newsfront.co
নিজস্ব চিত্র

তারপর সেই তিনটি মূর্তি পুরী থেকে বিনশিরা গ্রামে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন মন্দিরে। সেই থেকে নিয়ম নিষ্ঠা মেনে প্রতিদিন চারবেলা ভোগের মাধ্যমে সর্বেশ্বর লাহার চার পুরুষ ধরে এই মন্দিরে জগন্নাথদেব, সুভদ্রা ও বলরামদেবের পুজো ও রথযাত্রার দিন নিয়ম করে তাদের মাসির বাড়ি পাঠিয়ে আসছিলেন। কিন্তু এবার লকডাউনের জেরে এতবছরের ঐতিহ্য বন্ধ করে দিতে বাধ্য হল এবারের লাহা বংশের পারিবারিক শরিকরা।

আরও পড়ুনঃ জল, বিদ্যুৎ ফেরানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের

এই বছরে পারিবারিক পুজোর দায়িত্বে থাকা দীপংকর দাস জানান করোনা সংক্রমণের দিকে তাকিয়ে ও লকডাউনের বিধি মেনে অন্যান বার অনেক পূর্ণ্যার্থীদের নিয়ে জগন্নাথদেবের স্নানযাত্রার পুজো অনুষ্ঠান করলেও এবার তারা আজকে শুধু মাত্র পরিবারের কয়েকজন মিলে জগন্নাথদেবের স্নানযাত্রা সেরেছেন। তাও রিতীমত সোশ্যাল ডিসটেন্স মেনে। পাশাপাশি করোনা সংক্রমণ যাতে এলাকায় না ছড়িয়ে পরে তারজন্য সরকারি নির্দেশমত রথযাত্রা বন্ধ রেখেছেন। দীর্ঘ কয়েক দশক পর লকডাউনের গেড়োয় তাদের পরিবার প্রসিদ্ধ এই রথযাত্রা উৎসব বন্ধ রাখতে বাধ্য হলেন বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here