শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আজ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হলো ৭০তম ভারতীয় সংবিধান দিবস। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে গৃহীত হওয়ার পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকরী হয়। এই সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে দেশের মৌলিক রাজনৈতিক আদর্শের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছে ।
এই বিশেষ দিনে শুভায়ন হোম, জেলা আদালত চত্বর সহ জেলার আরো অনেক জায়গাতে দিবসটি পালিত হলো। দিনের শুরুতে শুভায়ন হোমের শিশুদের সঙ্গে আজ কাটালেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কুসুমিকা দে মিত্র । তিনি এই দিনটির গুরুত্বের কথা উপস্থিত শিশুদের গল্প ও খেলার ছলে বোঝান ।
আজকের এই অনুষ্ঠানে ছিলেন শুভায়ন হোমের সুপার দাওয়া দরজি শেরপা, দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সূরজ দাশ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সক্রিয় কর্মী প্রতীম কর্মকার, আইনি পার্শ্বসেবক জয়ব্রত সরকার সহ আরো অনেকে । শুভায়ন হোমের শিশুদের নিয়ে আজকে সংবিধান বিষয়ক কুইজ প্রতিযোগিতা করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কুসুমিকা দে মিত্র।
এছাড়াও আজ হোমের সকল শিশুদের মধ্যে খাতা ও কলম বিতরণ করা হয়। এরপর অল ইন্ডিয়া লইয়ার অ্যাসোসিয়েশন ও দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে জেলা আদালত এ ডি আর সেন্টারে বিকেল তিনটায় পালিত হলো ৭০তম ভারতীয় সংবিধান দিবস। জেলার বিশিষ্ট আইনজীবী শিবতোষ চ্যাটার্জি, শেখর দাশগুপ্ত, বিদ্যুৎ রায়, নিরঞ্জন দে সহ আরো অনেকে সংবিধানের নানান দিক নিয়ে বক্তব্য রাখেন । জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কুসুমিকা দে মিত্র বলেন আজ ভারতীয় সংবিধান দিবসে মানুষের মধ্যে বেশি বেশি করে আইনি সচেতনতা বাড়ানো দরকার । আর সেই উদ্দেশ্যে আমাদের প্রয়াস সারা বছর জেলার বিভিন্ন প্রান্তে আইনি সচেতনতা শিবিরের মাধ্যমে জারি থাকে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584