নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
সারা দেশের পাশাপাশি কিছুদিনের মধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হবে কোভিড ভ্যাক্সিনেশনের কাজ।
তার আগে জেলার কোভিড ভ্যাকসিন পরিকাঠামো কতটা প্রস্তুত পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তর কতটা প্রস্তুত সেই সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে আজ দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তর মুখ্য কার্যালয়ের পরিদর্শন করলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল। এছাড়া অতিরিক্ত জেলা শাসক ও অন্যান্য আধিকারিকরা সঙ্গে ছিলেন ।
আরও পড়ুনঃ পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস খলিসামারির জমি পরিদর্শনে ওমপ্রকাশ মিশ্র
আজ জেলাশাসক জেলার ভ্যাক্সিনেশন সেন্টার পরিদর্শনের পাশাপাশি ভ্যাক্সিনেশন স্টোরের পরিকাঠামো পরিদর্শন করেন এবং পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ করেন । করোনা সংকট কাল থেকেই যেভাবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন করোনার সঙ্গে লড়াই করে চালাচ্ছে।
এই যুদ্ধের প্রাক্কালে ভ্যাক্সিনেশন সেন্টারটি পরিদর্শনের মাধ্যমে জেলা প্রশাসন আবার প্রমাণ করল দক্ষিণ দিনাজপুর জেলার করোনা যোদ্ধারা পূর্বের মতোই লড়াইয়ের ময়দানে সৈনিকের ন্যায় দাঁড়িয়ে আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584