দক্ষিণ দিনাজপুরে প্রকাশ্যে ধূমপান রুখতে সিভিক ভলান্টিয়ার নামছে

0
55

নিজস্ব প্রতিবেদক,দক্ষিন দিনাজপুর:

প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল জেলা স্বাস্থ্য দপ্তর।দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের কনফারেন্স হলে পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বৈঠক করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা।

বৈঠকের মূল বিষয়বস্তু ছিল, প্রকাশ্যে ধূমপান কীভাবে বন্ধ করা যায় তা নিয়ে। প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো হবে। প্রকাশ্যে ধূমপান করছে নজরে এলে জরিমানা করা হতে পারে। ধরা পড়লে ৫০ টাকা থেকে ২০০ টাকা জরিমানা করা হবে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে।

প্রসঙ্গত, ২০১৬-র জুন থেকে রাজ্যের মধ্যে প্রথম দক্ষিণ দিনাজপুর জেলাতে প্রকাশ্য ধূমপান বা তামাক সেবনের উপর নিষেধাজ্ঞা জারি হয়। প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে লাগাতার প্রচারাভিযান ও যৌথভাবে হানা চালিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর,পুলিশ ও আবগারি দপ্তর। অভিযোগ, এত কিছুর পরেও জেলা সহ বালুরঘাটে বন্ধ হয়নি প্রকাশ্যে ধূমপান।ধূমপান রুখতে জেলায় পাঁচটি NGO সংস্থা কাজ করছিল। কিন্তু সেগুলি সেভাবে নিজেদের কাজ করে উঠতে পারেনি বলে অভিযোগ।এমনকি ধূমপান বন্ধ করতে সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here