নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য-এর জেলা সফরের পূর্বে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব নড়েচড়ে বসল। লোকসভা,বিধানসভা, জেলা পরিষদ, পৌরসভা হোক বা পঞ্চায়েত প্রতিটি ক্ষেত্রেই মহিলা আসনের জন্য সংরক্ষিত হলেও দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন ছিল ঝিমিয়ে।একদিকে ১৯শে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে সফল করার উদ্দেশ্য অপরদিকে ঐ জানুয়ারি মাসেই তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্যনেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য-র দক্ষিণ দিনাজপুর জেলায় জনসভা করার কথা এই দুইয়ে মিলে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলার নেতৃত্বরা মহিলা ব্রিগেড চাঙ্গা করতে মরিয়া।তাই চার বছর পূর্বে তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতির পদ থেকে ইস্তাফা দেওয়ার পর আবারও ফের দলীয় মহিলা সংগঠন চাঙ্গা করতে আসরে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়িকা মাহমুদা বেগম।তৃণমূলের দলীয় সূত্রে খবর উপরোক্ত উদ্দেশ্যে রবিবার গঙ্গারামপুরের তরুণের আহবান ক্লাবের সভাগৃহে তৃণমূল মহিলা কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জানা গেছে তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা কমিটি,ব্লক কমিটি গঠনের পর অঞ্চল কমিটি গঠন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করতে চলেছে জেলা নেতৃত্ব। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি মাহমুদা বেগম বলেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দলনেত্রী ব্রিগেড সভার ডাক দিয়েছে এবং জানুয়ারি মাসেই জেলাতে জনসভা করতে আসছেন তৃণমূলের রাজ্য নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।সেই সভাগুলিতে যাতে বেশী সংখ্যক মহিলাদের উপস্থিত করানো যায় এবং সভাগুলিকে সফল করা যায় সেই কারনে তারা মিটিং করার পাশাপাশি মহিলা কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে জোড় প্রচার শুরু করেছেন।পাশাপাশি মাহমুদা বেগম এদিন এও জানান যে চলতি মাসের শেষের দিকে দক্ষিণ দিনাজপুর জেলায় জেলা সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
আরও পড়ুনঃ নিবেদিতা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584