সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
হাতানিয়া দোয়ানিয়া নদীপারে মা জগদ্ধাত্রীর আরাধনায় মেতেছেন ব্যবসায়ী থেকে মৎসজীবী মহল। নামখানা ব্লকের নারায়ণপুরে জগদ্ধাত্রী পূজার শুভ উদ্বোধন করলেন কাকদ্বীপ থানার আই সি সুদীপ সিং।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পূজার শুভ সূচনা হল। নামখানার নারায়ণপুর ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পূজা ২৭ বছরে পড়েছে।
নবমীতে শুরু হয় মায়ের বোধন। তিন দিন ধরে চলে পূজার্চনা। পূজা উদ্যোক্তারা দর্শনার্থীদের সামনে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে মন্ডপ করেছে। পুরো মন্ডপটি নির্মিত হয়েছে চট, জড়ি, হোগলা আর দড়ি দিয়ে। মন্ডপের সামনে মাথার উপরে রাখা হয়েছে বিশ্ব সৃষ্টি-ধংসের দেবতা মহাদেবকে। এছাড়া রয়েছে মা মনসার বাহন সাপকে।
নানান কারুকার্যে পূজার দিকপাল হয়ে উঠেছে নারায়নপুর ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশন। চট, কাদা-মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে মা জগদ্ধাত্রীকে। নামখানার নারায়ণপুরে ৬টি থিম পূজা হয়। তবে এবারের সেরা জগদ্ধাত্রী অন্য মাত্রা নিয়েছে নারায়ণপুর ফ্রেন্ডস্ অ্যাসোসিয়েশনের প্রবীণ-নবীনদের উদ্যোগেই।
আরও পড়ুনঃ থিম কালীপুজো ঘিরে ভিড় বাড়ছে নামখানা ব্লকের মন্ডপগুলিতে
পূজা ঘিরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। পূজা উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র, নারায়ণপুর অঞ্চল সভাপতি পঞ্চানন কর, নারায়ণপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জয়দেব বারিক, গ্রাম সভার সদস্যা অর্চনা মাইতি। পূজা কমিটির সম্পাদক তৃপ্তেষ হালদার, সভাপতি উত্তম দাস, সদস্য মনিশঙ্কর পন্ডা, দেবাশীষ লাঠুয়া, শঙ্কর দাস-সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584