নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
গোল্ডেন গ্লোব, বাফটা এবং অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী চলচ্চিত্র ‘প্যারাসাইট’ এবার প্রদর্শিত হবে অ্যামাজন প্রাইম ভিডিও-তে। ডিজিটাল আত্মপ্রকাশ ঘটবে ২২ মার্চ। হিন্দি ভাষায় দর্শক মজা নেবেন এই ছবির।
অ্যামাজন প্রাইম ভিডিও-তে দেখানো হবে সাম্প্রতিক ও স্বতন্ত্র চলচ্চিত্র, টেলিভিশন শো, স্ট্যান্ড আপ কমেডি, অ্যামাজন ওরিজিনাল, অ্যামাজন প্রাইম মিউজিক-এ বিজ্ঞাপণমুক্ত সঙ্গীতের রসাস্বাদন করবে মানুষ।
আরও পড়ুনঃ মায়ের খোঁজে ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’, সাড়া জাগিয়ে অতিবাহিত ২৫ দিন
‘প্যারাসাইট’ ২০২০-র অস্কারে সর্বাধিক পুরস্কার জিতে ইতিহাস রচনা করেছে। সেরা পরিচালক, সেরা ছবি, সেরা মূল চিত্রনাট্য সর্বোপরি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে পুরষ্কৃত হয়েছে এই ছবি।
২৭ মার্চ থেকে কোরিয়ান ভাষায় ইংরেজি সাব টাইটেলে ‘প্যারাসাইট’ উপভোগ করবেন দর্শক। এক দরিদ্র পরিবারের সহজ সরল জীবন কীভাবে জটিল হয়ে উঠলে তারই ঝলক ‘প্যারাসাইট’-এ দেখবেন দর্শক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584