নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে আগামী কয়েকদিন রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। ফলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। ভালো বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, তার অবস্থান অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল ঘেঁষে। এর ফলে ওড়িশা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন ভালো বৃষ্টি হওয়ার কথা।
আবহাওয়াবিদরা জানান, ওই নিম্নচাপের প্রভাব থাকবে এরাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। সেখানে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, ওই নিম্নচাপ লাগোয়া একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাটি ফিরোজপুর, দিল্লি হয়ে ওই নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই সব কারণে গোটা রাজ্যেই বর্ষা সক্রিয় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া, পুরুলিয়ায় আজ দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহকারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাতাসে জলীয় বাষ্প খুব বেশি। এর জেরেই আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।
আরও পড়ুনঃ রাজ্যের ৭৮টি কোভিড হাসপাতালের প্রত্যেকটিতে এবার তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম
অন্যদিকে, উত্তরবঙ্গে আজও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবারও এরকম বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ একেবারেই কমবে।
আপাতত ভারী বর্ষণ বা প্রবল বর্ষণের কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। ফলে শৈলশহরেও চরমে উঠবে অস্বস্তি, তৈরি হবে ঘর্মাক্ত আবহ। সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584