সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
অভিষেকের খাস তালুকে দাঁড়িয়ে সরাসরি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাচ্চা ছেলে, নাক টিপলে দুধ বের হয় বললেন বিজেপি নেতা শোভন চ্যাটার্জি।

আজ ডায়মন্ডহারবার বিজেপির সাংগঠনিক জেলার উদ্যোগে মাধবপুর আবর্তন মাঠের জনসভায় এমন মন্তব্য করেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে দাঁড়িয়ে কার্যত তাকে কটাক্ষ করেন শোভন। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে প্রহসন চালিয়েছে তৃণমূল। কাউকে ভোট দিতে দেয়নি। বর্তমানে তৃণমূল কংগ্রেসের ড্রাইভার ভাইপো। অন্যদিকে নন্দীগ্রাম প্রসঙ্গ তুলেও ভাইপোকে কটাক্ষ করেন। তিনি আরো বলেন, ডায়মন্ডহারবার থেকে অত্যাচার শুরু হয়ে আজ বাংলায় ছড়িয়ে পড়েছে।আগামীদিন মানুষ জবাব দেবে।

আরও পড়ুনঃ আন্দোলন থেকে সরলো দুই কৃষক সংগঠন
পাশাপাশি শোভন বাবু বলেন,শ্রীরাম শুনলে তৃণমূলের ভুতেরা লাফালাফি করছে। তিনি এও জানান, “মমতা ব্যানার্জি মুখোশ পরে আছে। আর ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি পিকের ডায়লগ মুখস্থ বলছে। তবে বেশি দিন নয় সময় শেষ হয়ে এসেছে ২১ এ মানুষ জবাব দেবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584