রবে না গোপনে

0
537

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

নাঃ, আর গুঞ্জন বা জল্পনা নয়। সত্যিই প্রেম করছেন শোভন-স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার সাম্প্রতিক পোস্ট সেই ইঙ্গিতই বহন করে। স্বস্তিকার সেই সরল হাসি বুঝিয়ে দেয় সহজ সত্যি কথাটি।

Sovan Swastika | newsfront.co

কদিন আগে তাঁদের দুজনকে একসঙ্গে দেখে দুয়ে-দুয়ে চার করেন অনেকে। অনুমানের ভিত্তিতে অনেকে লিখেও ফেলেন যে তাঁরা নাকি প্রেম করছেন। তখনও নিজেদের সম্পর্কের কথা নিয়ে মুখ খোলেননি শোভন বা স্বস্তিকা। ব্যাপারটা কেবলই বন্ধুত্ব- এমনই দাবি করেন দুজনে। আর তাই তাঁদের ব্যক্তিগত পরিধিতে মাথা গলায়নি নিউজ ফ্রন্ট। অপেক্ষায় ছিল ওঁদের তরফের যে কোনও একজনের স্বীকারোক্তি।

Swastika Dutta | newsfront.co
রাধিকা মিত্র লুকে স্বস্তিকা

অবশেষে অপেক্ষার অবসান। সকলের আদুরে কন্যে রাধুরানি নিজেই আবেগঘন পোস্ট দিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই শুভেচ্ছাবার্তায় ভরে উঠছে কমেন্ট বক্স। বলতে দ্বিধা নেই, ডাউন টু আর্থ, সদা হাস্যময়ী, বন্ধুত্বপূর্ণ মনোভাবসম্পন্না অভিনেত্রী স্বস্তিকা লাইক করছেন প্রত্যেকটি শুভেচ্ছাবার্তাই।

আরও পড়ুনঃ প্রমিতার জন্মদিনে রুদ্র’র সারপ্রাইজ

দিনকয়েক আগে দুর্নিবার এবং মীনাক্ষিকে আইবুড়ো খিচুড়ি খাওয়ান স্বস্তিকা-শোভন সহ আরও কয়েকজন। এরপর কবে স্বস্তিকা-শোভনেরও আইবুড়ো ভাত খাওয়া শুরু হয় তার অপেক্ষায় থাকবে তাঁদের ফ্যানকূল।
শোভন-স্বস্তিকার একসঙ্গে পথ চলার পথ কুসুমাকীর্ণ হোক এমন কামনাই করে নিউজ ফ্রন্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here