বিরাট কোহলির আক্রমনাত্মক মনোভাবই আদর্শ মেধাতালিকায় যুগ্ম প্রথম শোভনের

0
89

পিয়ালী দাস, বীরভূমঃ

sovon is the talented list of higher secondary result
নিজস্ব চিত্র

প্রিয় খেলোয়ার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি,যেমন আক্রমণাত্মক ভাবে নিজের খেলাটা খেলে ঠিক সেইভাবেই অধিনায়কত্ব করে, বিরাট কোহলির আক্রমণাত্মক মনোভাব কে আদর্শ করে মাধ্যমিকে অষ্টম স্থান থেকে এক লাফে রাজ্যে প্রথম হল এবারের উচ্চমাধ্যমিকে বীরভূম জেলা স্কুলের ছাত্র শোভন মন্ডল।

sovon is the talented list of higher secondary result
নিজস্ব চিত্র

হাসিখুশি এই ছাত্র ফল ঘোষণার পর যখন টিভির পর্দায় দেখতে পায় রাজ্যে প্রথম হয়েছে ৪৯৮ নম্বর পেয়ে তখনই সে উল্লাসে ফেটে পড়ে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম হওয়া শোভন মন্ডল জানায়, গ্রামের ছেলে আমি, ছোটবেলা থেকে গ্রামে বেড়ে উঠেছি, একাদশ শ্রেণিতে বীরভূম জেলা স্কুলে ভর্তি হই, গ্রামে থাকার সময় দেখেছি বহু মুমূর্ষু রোগী বিনা চিকিৎসায় মারা যায়, সেই ছোটবেলা থেকেই ভাল চিকিৎসক হওয়ার একটা প্রবণতা তৈরি হয়। যত বড় হই ততো বুঝতে পারি মানুষের জীবনের মূল্য।

আরও পড়ুনঃ মেধাতালিকায় কোচবিহারের ৯ কৃতি পড়ুয়া

তাই ডাক্তারি নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হয়ে মানুষকে সুষ্ঠ চিকিৎসা দিতে চাই। গদবাধা নিয়মের মধ্যে কখনোই পড়াশোনা করেনি, যখনই ভালো লেগেছে তখনই পড়াশোনাটা সেরে ফেলেছি। এমন নয় যে পড়াশোনার চাপে কখনো ক্রিকেট খেলা মিস করেছি, যখন খেলা দেখার ইচ্ছা হয়েছে তখন খেলা দেখেছি, যখন পড়ার ইচ্ছা হয়েছে তখন পড়েছি।

শোভনের বাবা সুভাষ মন্ডল পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি জানান, ছোটবেলা থেকে পড়াশোনা নিয়ে সেইভাবে শোভন কখনো মাতামাতি করতো না। কিন্তু স্কুলের ফল ঘোষণার পর দেখতাম প্রতিবারই ভালো ফল করতো। মাধ্যমিকেও অষ্টম স্থান অধিকার করেছিল, আশা ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম পাঁচ জনের মধ্যে স্থান পাবে, তবে প্রথম স্থান পাবে রাজ্যে এটা ভাবি নি। খুবই ভালো লাগছে অত্যন্ত গর্বিত বোধ হচ্ছে বাবা হিসেবে।

বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা জানান, একাদশ শ্রেণিতে শোভন স্কুলে ভর্তি হয়েছিল, আর পাঁচটা ছাত্রের মতোই সেও পড়াশোনা করত, বেশ খোলামেলা হাসিখুশি ছেলে শোভন। আমরা আশা করেছিলাম ও এক থেকে পাঁচের মধ্যে স্থান পাবে। যাইহোক রাজ্যে প্রথম হয়েছে স্কুল এবং আমাদের শিক্ষকদের জন্য এটা অত্যন্ত গর্বের ব্যাপার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here