নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেড় মাসেরও বেশি সময় ধরে করোনার সঙ্গে লড়াই করছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মনিয়াম। আজ, শুক্রবার তাঁর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়ে পরে। আর শেষ রক্ষা হল না। থেমে গেল শিল্পীর জীবন মরণের লড়াই। প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এস পি বালাসুব্রহ্মণ্যম।
গত ৫ অগাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিল্পীকে। এরপর আজকে ইসিএমও এবং অন্যান্য লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গত ২৪ ঘন্টায় তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়। তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অসংখ্য অনুরাগী। তারপর শুক্রবার হাসপাতলের তরফে জানানো হয়, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
উল্লেখ্য, অগাস্টের শুরুর দিকে সামান্য জ্বর থাকায় তাঁর করোনা পরীক্ষা হয়। গত ৫ অগাস্ট তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। উপসর্গ কম থাকায় তাঁকে বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু পরিবারের নিরাপত্তার খাতিরে চেন্নাইয়ের এমজিএম হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি হন প্রবাদপ্রতিম গায়ক।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত শুভেন্দু
নিজের করোনা আক্রান্তের খবর নিজেই জানিয়েছিলেন জনপ্রিয় এই গায়ক। তিনি বলেছিলেন, ‘গত দুই-তিন দিন ধরে আমার একটু অস্বস্তি হচ্ছিল। হালকা বুকে ব্যথা-ছিল। কোনও সঙ্গীতশিল্পীর জন্য এই অবস্থাটা ভীষণ কষ্টদায়ক। সর্দি-কাশি এবং হালকা জ্বরও হয়। এর বাইরে তেমন কোনও সমস্যা ছিল না, তবে আমি বিষয়টা হালকাভাবে নিইনি। হাসপাতালে চিকিৎসার জন্য যাই এবং পরীক্ষা করাই। তারপরেই জানতে পারি আমি করোনা আক্রান্ত।’
এরপর চলতি মাসের গোড়ার দিকে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু, ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অভিনেতা কমল হাসান। এরপর আজকে একরাশ সুরেলা স্মৃতি রেখে ইহজগতকে বিদায় জানালেন শিল্পী এসপি বালাসুব্রহ্মনিয়াম।
জাতীয় পুরস্কার জয়ী এই সঙ্গীতশিল্পী সিনেমায় নেপথ্য গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৬৬ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবু ‘শ্রী শ্রী মর্যাদা রামান্না’র হাত ধরে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কখনও। তেলুগুর পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি সিনেমায় সমানতালে গান গেয়ে গিয়েছেন। সলমন খানের কন্ঠ হিসাবেই বলিউডে তাঁর পরিচিতি। নব্বইয়ের দশকে সলমন খানের ‘মেয়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকেে হ্যায় কৌন’এর মতো সুপারহিট ছবিতে প্রতিটি গানে প্লে-ব্যাক করেছেন এস পি বালাসুব্রহ্মণ্যম। গানের পাশাপাশি অভিনেতা হিসেবেও দর্শকদের মন ছুঁয়ে গিয়েছেন এস পি। আজ, শুক্রবার এই কিংবদন্তী সঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা। শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সারা দেশের বিনোদন জগতের বিশিষ্টরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584