নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
একটি দিন ও একটি রাতের গল্প নিয়ে ‘দিন রাত্রির গল্প’। পরিচালক প্রসেনজিৎ চৌধুরী। এই প্রথমবার বাংলা সিনেমায় হতে চলেছে কোনও স্পেস ফিকশন। এটি একটি সাসপেন্স থ্রিলার।
দিনের আলোর গল্পের কেন্দ্রে রয়েছে অরুণিমা চ্যাটার্জি নামের জনৈক তরুণী। অরুণিমা নাসা থেকে গোপনে মঙ্গল গ্রহে যাচ্ছে। বাড়ির কেউ সেই কথা জানে না। অরুণিমার বাবা-মা সাতদিন কোনও খোঁজ পায় না মেয়ের। চিন্তিত হওয়ারই কথা।
কিন্তু মেয়ে যে যুগান্তকারী ঘটনা ঘটাতে চলেছে তা কি ভাবার কথা বাবা-মায়ের। তাদের চিন্তায় আগে জায়গা করে নেয় খারাপ কিছুই। অবশেষে ‘নাসা’র প্রতিনিধিরা জানান যে, তাদের মেয়েই প্রথম মঙ্গল গ্রহে গেল। চকিতে চমকে ওঠে অরুণিমার বাড়ির সকলে।
আরও পড়ুনঃ হলিউডের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্র ক্রিক ডগলাসের জীবনাবসান
এরপর যা ঘটবে তার আলোতে হয়ত আলোকিত হতে পারেন দর্শক।
গল্পের শেষ এখানেই নয়, আছে একটা অন্ধকার রাত্রির গল্পও। সেই গল্পের কেন্দ্রে রয়েছে সন্ন্যাসিনী সুজান। সে এক বৃষ্টিভেজা নিঝুম রাতে আশ্রয় পায় এক যুবকের বাড়িতে।
সেই যুবক তাকে শুধু মৃত্যুর গল্প শোনায়। একটা তালাবন্ধ ঘর নিয়ে নানা রহস্যজনক কথা বলে। এবং সেই ঘরে সুজানকে ঢুকতে বারণ করে। সুজান নাছোড়বান্দা। সে ঢুকে পড়ে সেই ঘরে। আর গিয়ে দেখে মানুষের হাড়-গোড় ঝুলছে। দেখে চমকে ওঠে সে। যুবক সুজানকে বলে যে তার বিশ্বাস মৃত্যুর সঙ্গেও কথা বলা যায় চাইলে।…
ছবির গল্প লিখেছেন প্রসেনজিৎ চৌধুরী এবং সুপ্রীতি চৌধুরী। ছবির সঙ্গীত পরিচালক শান্তনু দত্ত। ক্যামেরায় মৃণ্ময়।মণ্ডল। ভি এফ এক্স করেছেন দীপঙ্কর দাস। সম্পাদনায় প্রদীপ দাস।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চৌধুরী, রুমকি চ্যাটার্জি, রায়তী ভট্টাচার্য, রজতাভ দত্ত, দেবেশ রায়চৌধুরী, সৌরভ চক্রবর্তী, প্রদীপ মুখার্জি প্রমুখ। অরুণিমার ভূমিকায় রায়তী ভট্টাচার্য।
গান গেয়েছেন সোমলতা আচার্য চৌধুরী। ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯’-এ অফিসিয়াল সিলেকশন পেয়েছে এই ছবি। ২৮ ফেব্রুয়ারি দর্শকের দরবারে আসছে ‘দিন রাত্রির গল্প’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584