নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আবালবৃদ্ধবনিতার মুখে এখন একটাই শব্দ- ‘লকডাউন‘। স্তব্ধ জনজীবন। শুনশান চারদিক। রাস্তার কারোকে জটলা করতে দেখলেই জিপে তুলছে পুলিশ। একইভাবে বিদেশ বিভুঁই থেকে সোজা নিজের ঘরে ফিরে শান্তির ভাত-ঘুম কেড়ে নিয়েছে প্রশাসন।
বাইরে বেরনো নিষেধ, আড্ডার বারণ, বন্ধ শুটিং। এহেন বন্ধ আরও কত কী। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ করবেটা কী? সারাটাদিন ঘরে বসে বসে একঘেঁয়েমির কবলে মানবজীবন।
টিভিতেও ধারাবাহিকের পুরনো পর্ব দেখতে আর কত ভাল লাগে? তবে, কিছু ধারাবাহিক এখনও নতুন পর্ব দেখাতে সক্ষম হচ্ছে ব্যাঙ্কিং থাকার কারণে। যেমন ‘শ্রীময়ী’। টক্করে টক্করে লড়াই চলছে শ্রীময়ী আর জুন আন্টির মধ্যে।
আরও পড়ুনঃ আতঙ্ক নয়, সতর্ক থাকার বার্তা টিম ‘রানী রাসমণি’র
তবে, ময়দানে এসেছে আরও এক খিলাড়ি। সে রোহিত সেন। জুনকে শায়েস্তা করতে সে একাই একশো। অনিন্দ্যর শরীরের কঠিন পরিস্থিতিতে শ্রীময়ী, ডিঙ্কা, দিঠিদের পাশে আছে রোহিত সেন। বাকিটা সময় বলবে।
তবে, যে ঘটনাটি এই মুহূর্তে নজির গড়েছে তার কথা বলতেই এত শব্দ লেখা। লকডাউনে মানুষকে বিনোদন দিতে এক অসামান্য কাজ করছে স্প্যানিশ পুলিশ। গাড়িতে চেপে ঘুরছে তারা দিকে দিকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা নাচ-গান করছে গীটার বাজিয়ে।
আরও পড়ুনঃ অন্যদেরও মাস্ক দিচ্ছেন জয়ী দেব রায়
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই দৃশ্যের ঝলক। এমন এক অস্বস্তিকর, দুঃখজনক, দমবন্ধকর পরিস্থিতিতে স্প্যানিশ পুলিশের এহেন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584