নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শোনা যায়, সমুদ্রযাত্রা কালে কবির প্রথম অনুবাদের খাতাটি শেষ হয়ে গিয়েছিল। ফলে, দ্বিতীয় একটি খাতায় চলেছিল অনুবাদের কাজ। রবীন্দ্রনাথ প্রথম খাতাটি দিয়েছিলেন রদেনস্টাইনকে। দ্বিতীয় খাতাটি আজও অনাবিষ্কৃত।
কোন নতুন রচনায়, সে খাতা ভরে উঠেছিল কোথায়, কে জানে? আলিপুর বোমার মামলায়, এজলাসে দাঁড়িয়ে, বন্দি বিপ্লবী যে গান গেয়ে উঠেছিলেন সেটিও তাঁরই লেখনিতে। অবশ্য তখনও গীতবিতান আসেনি। কেবল গানগুলি ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল।দেশে-বিদেশে ভ্রমণকালে তাঁর লেখা পড়ে মনে হয় যে তিনি একজন আদি বাঙালি পর্যটক।
আরও পড়ুনঃ সিনেমা সরস্বতী
এক সমুদ্র গান লিখেছেন, আর এক আকাশ কবিতা। লেখনি তাঁর অকুতোভয়। নানকিং শহরের নরকীয় হত্যাকাণ্ডের পর তাঁর কলম প্রতিবাদী। কবিতায় যেমন ব্রজবুলি ভাষার স্বর্গীয় প্রয়োগ, তেমনি ভাঙা গান এবং বিদেশি গানের প্রভাবে তৈরি করেছেন নতুন গান। তাঁর লেখা পড়তে বসা মানেই ক্রমাগত সমুদ্রের অতল গভীরে নেমে যাওয়া। সেই মধুর সাগর থেকেই দু’এক ফোঁটা কলকাতার এক ফাল্গুন সন্ধ্যায় মঞ্চস্থ হতে চলেছে।
আরও পড়ুনঃ হোক ‘দিন বদলের হাতেখড়ি’
গানে জয়তী চক্রবর্তী। পাঠ এবং কবিতায় অভিনেতা, গায়ক সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং কবি তন্ময় চক্রবর্তী। এই তিনজনকে নিয়েই ‘লিখন’। নিবেদনে এস.পি. সি ক্রাফ্ট। ২০ ফেব্রুয়ারি, শনিবার, সন্ধে সাড়ে ৬ টায় কলকাতার আই.সি.সি.আর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে লিখন। উপস্থাপনায় মৌনীতা চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584