নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
“আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধু ধু মাঠের সবুজে।” কবি লিখেছিলেন এমনই এক স্বপ্নের ছবি। স্বাধীনতার ৭৪ বছর পূর্তিতে, এসপিসিক্রাফটের উদ্যোগে শিল্পী সুজয়প্রসাদ চ্যাটার্জি এবং বাচিক শিল্পী চৈতালি লাহিড়ী নিয়ে আসছেন এক মিলনের মানবতার অনুষ্ঠান ‘উত্তরণ’।
রবীন্দ্রনাথ থেকে অংশুমান কর, কাহলিল গিবরন থেকে সুভাষ মুখোপাধ্যায়, সলিল চৌধুরীর কবিতা ও গানে ভরে উঠবে অনুষ্ঠান। রবীন্দ্রনাথের গান শোনাবেন রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা মিত্র, জয়তী চক্রবর্তী, নীপবীথি ঘোষ দাশগুপ্ত, দেবমাল্য চট্টোপাধ্যায়, চন্দ্রাবলী রুদ্র দত্ত, দীপাবলি দত্ত, শ্রমণা চক্রবর্তী এবং চৈতালি লাহিড়ী।
‘দ্য রিলিজিয়ন অফ ম্যান’-এর একটি ক্ষুদ্র অংশ পড়ে শোনাবেন শিল্পী সোহাগ সেন। “মায়ের দেওয়া মোটা কাপড়”, “মেরে প্যায়ারে ওয়াতন”, “আজি বাংলাদেশের হৃদয় হতে”- গানগুলি হয়ে উঠবে অনুষ্ঠানের প্রাণভোমরা। গোটা অনুষ্ঠানটির নিরীক্ষা মূলক সহায়তায় করেছেন চন্দ্রিমা চ্যাটার্জি ।
আরও পড়ুনঃ বাইশ বছর পর প্রিয় বন্ধুকে নিয়ে ফিরছেন অঞ্জন দত্ত
শিল্পী সুজয়প্রসাদ চ্যাটার্জির কথায়, “এই কঠিন সময়ে একসঙ্গে বেঁধে থাকার লড়াইয়ের মোকাবিলা করতেই এই উদ্যোগ।” অনুষ্ঠানটি দেখা যাবে, ৩০ অগাস্ট, রবিবার সন্ধে ৭টায়, এসপিসিক্রাফট-এর অফিশিয়াল ফেসবুক পেজে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584