মিউটেশান নিষ্পত্তির লক্ষ্যে আজ থেকে শুরু স্পেশাল ক্যাম্প

0
69

সুদীপ পাল,বর্ধমানঃ

special camp started from today
জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমান জেলায় বকেয়া ৮০ হাজার মিউটেশন নিষ্পত্তি করার জন্য আজ অর্থাৎ ২ তারিখ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত স্পেশাল ক্যাম্প করার সিদ্ধান্ত নিল ভূমি ও ভূমি সংস্কার দফতর। ইতিমধ্যে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বিষয়টি নিয়ে ঘোষণা সম্পূর্ণ করেছেন।দেখা যাচ্ছে ২০১৫ সালে মিউটেশন প্রক্রিয়া অনলাইন হবার পরেও এখনো অব্দি বিশাল সংখ্যক আবেদন মিউটেশনের জন্য পড়ে রয়েছে।আশি হাজারেরও বেশি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি তার কারণ মিউটেশন শুনানিতে উভয়পক্ষের উপস্থিতি প্রয়োজন হয়। বিষয়টি নিয়ে সচেতনতা আনতে তাই এই ধরণের স্পেশাল ক্যাম্প যা আজ থেকে শুরু হচ্ছে এবং ২২ জানুয়ারি অব্দি চলবে তা প্রশাসন ঘোষণা করেছে।মিউটেশন হল জমি বা সম্পত্তি যখন মালিকানা হস্তান্তরিত হয়,তখন মিউটেশন করাতে হয়।তাই দুপক্ষেরই উপস্থিতি প্রয়োজন হয়।প্রশাসন সূত্রে জানা যায়,পূর্ব বর্ধমান জেলায় ২৩টি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিসে অনলাইনে মিউটেশনের কাজ হবে। প্রতিটি ব্লক অফিসে নির্দিষ্ট পঞ্চায়েতের জন্য নির্দিষ্ট করে দিন ধার্য করা হবে।তা মাইকিং করে এলাকাগুলিতে জানানো হবে বলেও জানা যাচ্ছে। প্রশাসনের কর্তাব্যক্তিরা মনে করছেন, এই ধরণের স্পেশাল ক্যাম্প এর ফলে মানুষের সচেতনতা যেমন বাড়বে তেমনি পড়ে থাকা কেসগুলিরও সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন: ফের হাতির হানায় তছনছ দুটি বাসগৃহ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here