নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ
রাস্তা জুড়ে বসে থাকবেন তাঁরা, একেবারে নট নড়ন- চড়ন। যতক্ষন না নিজের মর্জি হচ্ছে তাঁদের তোলে কার সাধ্যি! যতই হর্ন বাজুক , যানজট হোক ওসবে ভ্রূক্ষেপ নেই তাঁদের। এমনকি নীল বাতি লাগানো গাড়ি! তাকেও থোড়াই কেয়ার। পুরুলিয়ার রাস্তা জুড়ে বসে থাকা এই গরুদের উৎপাতে জেরবার নিত্যযাত্রীরা।
গরুগুলির গায়ে জল ছিটিয়েও তাঁদের তুলতে পারতেন না ট্রাফিক পুলিশেরা। আর রোজ রোজ গরুর গায়ে জল ছিটিয়ে তাদের সরিয়ে তবে গাড়ি যাওয়ার রাস্তা করে দেওয়াও মোটেই সম্ভব নয়। তাই মালিকহীন গরুদের গাড়িতে চাপিয়ে গো-শালায় পুনর্বাসনে পাঠানো শুরু করল পুরুলিয়া পুরসভা।
পুরুলিয়ার রাস্তায় এই ‘গরু হটাও’ অভিযান শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এই অভিযানে পুরুলিয়া পুরসভার সঙ্গী হয়েছে পুরুলিয়া সদর থানা ও ওই থানার ট্রাফিক বিভাগ। অভিযানের প্রথম দিনে পুরুলিয়া সদর থানা এলাকা থেকে ভিক্টোরিয়া স্কুল মোড় পর্যন্ত মোট ন’টি গরুকে শহর পুরুলিয়ার অলঙ্গিডাঙ্গা মোড়ের গো-শালায় পাঠিয়েছে পুরসভা।
আরও পড়ুনঃ কেশপুরের বন্যা কবলিত এলাকায় কুইজ কেন্দ্রের ত্রাণ বিলি
তবে এইসব দাবিদারহীন গরুগুলিকে ধরে গাড়িতে তুলতে কালঘাম ছুটে গিয়েছে পুরসভার কর্মীদের ও পুলিশ কর্মীদের। একটি গরুকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসতে আসতে আরেকটি দৌড় লাগাচ্ছে, নাস্তানাবুদ অবস্থা হয়েছে এই কাজে যুক্ত থাকা কর্মীদের। শেষে পরিস্থিতি এমন হয় যে, ট্রাফিক বিভাগের ওসি গোপীকাসুন্দর দত্ত নিজেই হাত লাগান গরু ধরতে। তবে দিনের ব্যস্ত সময়ে গরু ধরতে যে পরিমাণ ঝুঁকি নিতে হচ্ছে তাতে এবার দিনের বদলে রাতে ‘গরু হটাও’ অভিযানের কথা ভাবছে ট্রাফিক বিভাগ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে সাংবাদিককে আটকে রেখে ২ ঘন্টা ধরে মারধর- নির্যাতনের অভিযোগ
পুরুলিয়া পুরসভার প্রশাসক মৃগাঙ্ক মাহাতো বলেন, “মালিকহীন গরুদের আমরা গো-শালায় পাঠানোর কাজ শুরু করলাম। যানজট রুখতেই আমাদের এই পদক্ষেপ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584