সংক্রমণ এড়াতে আদালতে গভীর রাত পর্যন্ত চললো অভিযুক্তদের বিশেষ শুনানি

0
46

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনের ফলে সামান্য কেসেও জেলে থাকতে হচ্ছে গ্রেফতার হওয়া সকলকেই । এই সমস্ত শুনানি শেষ করতে রাত একটা পর্যন্ত খোলা থাকল রায়গঞ্জ জেলা দায়রা আদালত ।

court | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও অভিযোগকারীদের আদালত চত্বরে ঢোকাতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। স্যানিটাইজ়ার ব্যবহার করেই, অপরাধীদের আদালত চত্বরে ঢোকার অনুমতি ছিল।

আরও পড়ুনঃ জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজ, তাও পাঠকের কাছে পৌঁছাচ্ছে না খবর

বুধবার রায়গঞ্জ আদালতে সকাল ১১টা থেকে শুরু করে রাত একটা পর্যন্ত চলে বিশেষ শুনানি। করোনা সংক্রমণ রোধে কেন্দ্র এবং রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। তাই কোথাও কোনও মামলার শুনানি বর্তমানে হচ্ছে না ।

তবে এই বিশেষ শুনানিতে আইনজীবি এবং অভিযোগকারী বা অভিযুক্ত ব্যক্তি ছাড়া আর কাউকেই ঢোকার অনুমতি দেয়নি জেলা আদালতে। এমনকি এই সময়ও জামিনের অপেক্ষা করছে অনেকে। যদিও সাম্প্রতিক কালে রায়গঞ্জ আদালতে এমন ঘটনার কথা মনে করতে পারছেন না আইনজীবীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here