অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান বীরভূম জেলা পুলিশের,ধৃত ৮

0
54

পিয়ালী দাস,বীরভূমঃ

জেলার বিভিন্ন থানায় তল্লাশি চালিয়ে সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ।লাভপুর থানার পুলিশ আগ্নেয়অস্ত্র রাখার অভিযোগে দুই বিজেপি কর্মী শেখ সানাউল,আলি আহমেদকে গঙ্গারামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে।

Special operation of rescued arms Arrested eight
উদ্ধার হওয়া বোম।নিজস্ব চিত্র

অভিযোগ,এরা দুজনেই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করে,দীর্ঘদিন ধরে পুলিশ এদের খুঁজছিল।গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে এদেরকে গ্রেফতার করে লাভপুর থানার পুলিশ।

অন্যদিকে নানুর থানার পুলিশ হাসিব শেখকে অস্ত্রসহ গ্রেফতার করে।হাসিব শেখের কাছ থেকে একটি ওয়ান শাটার ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়।অপরদিকে গতকাল লোকপুর থানার ন’পাড়া গ্রামে দুই গোষ্ঠীর বোমাবাজির জেরে ব্যাপক পুলিশি অভিযান চলে।তল্লাশি চালিয়ে পুলিশ চল্লিশটি ক্রড বোম উদ্ধার করে।

বোমাবাজির ঘটনায় দুই গোষ্ঠীর পুলিশ আট জনকে গ্রেপ্তার করে।এদের প্রত্যেককেই আদালতে তোলা হলে বিচারক আগামী ২১ তারিখ অব্দি জেল হেফাজতের নির্দেশ দেন।

ধৃতদের বিরুদ্ধে লোকপুর থানার পুলিশ ১৪৭,১৪৮,১৪৯,৩২৩,১৪৬,৩৫৩,৩০৭, ৩৪ এক্সক্লুসিভ সাসপেনশন, ২৫/২৭ আর্মস অ্যাক্ট এ মামলা দায়ের করে।

আরও পড়ুনঃ আর্থিক দূর্নীতির অভিযোগে ক্ষোভের মুখে স্থানীয় তৃণমূল নেতা

বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানান,বীরভূম জুড়েই এই ধরনের পুলিশি অভিযান চলবে।বীরভূম ঝারখন্ড সীমান্তবর্তী এলাকাতেও চালানো হচ্ছে ব্যাপক নজরদারি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here