নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার ছিল পবিত্র মহরম।সারা দেশের পাশাপাশি বিভিন্ন জেলাতে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই দিনটিকে মহা ধুমধামের সঙ্গে পালন করে।কথিত আছে আজকের দিনে কয়েকশো বছর আগে মহরম হযরত ইমাম হোসেন এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে এজিদ বাহিনীর হাতে শহীদ হন।
এ ঘটনাকে স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় পালন করে,তাই এই পবিত্র মহরম দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে প্রত্যেক বছর মেদিনীপুর কলেজ মাঠে সামনে মেলা বসে এবং বিভিন্ন এলাকা থেকে আখারা আছে তাতে কাফেলা ও তাজিয়ার প্রদর্শনী হয় এলাকায় পুলিশের নিরাপত্তা নজরদারি সকাল থেকেই চলে এই মেলা উৎসব এইদিন মুসলিমরা বাড়িতে বাড়িতে বাড়িতে কোরান পাঠ ও শোক দিবস হিসাবে পালিত করে।
আরও পড়ুনঃ মালদহে মহাসমারোহে উদযাপিত মহরম
অন্যদিকে আজ সকাল থেকেই পবিত্র দিন টিকে স্মরণীয় করে রাখতে মেদিনীপুর শহর এলাকায় পদযাত্রার মাধ্যমে এই দিনটিকে পালন করা হয়।বর্তমানে এই পবিত্র মহরম উৎসব মুসলিম সমাজের মধ্যে সীমাবদ্ধ নয়,এই দিন এই পদযাত্রায় কয়েক শ মানুষের সাথে ছাত্রছাত্রীরাও পা মেলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584