নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সম্প্রতি ‘বরুণবাবুর বন্ধু’ ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল এক ঝাঁ চকচকে মাল্টিপ্লেক্সে। হাজির ছিলেন ছবির পরিচালক অনীক দত্ত সহ ছবির প্রায় সব কলাকুশলী।
২৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। ১লা মার্চ মুম্বইয়ের ‘থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে অনীক দত্ত’র পরিচালিত এই ছবি।
খুব সাদামাটা অথচ অত্যন্ত প্রাসঙ্গিক এই ছবির গল্প। কেন্দ্রে রয়েছে বরুণবাবু। সে তার শয্যাশায়ী স্ত্রী, এক বন্ধু এবং নাতি ছাড়া কারো সঙ্গে সম্পর্ক রাখে না। তবে, হঠাতই একদিন এই চিত্রটাও যায় পাল্টে। কিন্তু কেমন সেই বদল? জানতে হলে তো দেখতেই হবে এই ছবি। সদ্য মুক্তি পেয়েছে ‘বরুণ বাবুর বন্ধু’।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, অনুষা বিশ্বনাথন, বরুণ চন্দ্র রায়, চান্দ্রেয়ী ঘোষ, অলকানন্দা রায়, সামন্তক দ্যুতি মৈত্র সহ আরও অনেকে।
ছবির ক্যামেরা সামলেছেন অভীক মুখার্জি এবং অর্ঘকমল মিত্র। সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। চিত্রনাট্য লিখেছেন অনীক দত্ত এবং উৎসব মুখার্জি।
আরও পড়ুনঃ সুপার সিঙ্গারের মঞ্চে হাজির ডিস্কো কিং
ছবির স্পেশাল স্ক্রিনিং-এ হাজির ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনন্যা চ্যাটার্জি, দেবলীনা দত্ত মুখার্জি, তথাগত মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, সায়ন্তনী সেনগুপ্ত, সামন্তক দ্যুতি মৈত্র, জয়া শীল ঘোষ, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন, ধৃতিমান চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র এবং মাধবী মুখোপাধ্যায় সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584