লকডাউনে শহরবাসীর মনোরঞ্জনে রাস্তায় নামলো চতুর্থ সুরক্ষা বাহিনীর ব্যাণ্ড

0
34

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

তাদের দলের ব্যাণ্ড শোনা যায় প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে। এছাড়া বিশেষ কোন অনুষ্ঠানেও তারা ব্যাণ্ড নিয়ে হাজির হয়। তাই এবার লকডাউনে গৃহবন্দী মানুষের মনোবল বাড়াতে রায়গঞ্জের বিভিন্ন রাস্তায় নামল চতুর্থ সুরক্ষা বাহিনীর ব্যাণ্ড।

Band | newsfront.co
মনোরঞ্জন দিতে পথে ব্যাণ্ড। নিজস্ব চিত্র

রায়গঞ্জ শহর সংলগ্ন গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরের কেন্দ্র বিন্দুগুলিতে “আমরা করব জয়” গানের সুরে মনোবল জোগাল তারা । এদিন শহরের কসবা মোড় এলাকা থেকে এই বাহিনীর ব্যাণ্ড বের হয়। বিভিন্ন বাদ্যযন্ত্রের সমাগমে এক অদ্ভূত সুরের সৃষ্টি হয়েছিল শহরের বিভিন্ন রাস্তা।

আরও পড়ুনঃ লকডাউনে অযথা ভিড় এড়াতে ড্রোনে নজরদারি ইসলামপুর পুলিশের

লকডাউনের মধ্যে ঘরবন্দিদের ক্ষনিকের আনন্দ দানের মতো পুলিশের এই কাজে অত্যন্ত খুশি রায়গঞ্জের মানুষ।রাজ্যজুড়ে় গৃহবন্দী মানুষের মনোবল বাড়ানোর পাশাপাশি মনোরঞ্জনের জন্য পুলিশকে রীতিমতো গান করে এলাকায় এলাকায় ঘুরতে দেখা গেছে। তবে উত্তর দিনাজপুর জেলায় পুলিশের অন্যান্য নানা মানবিক কাজ দেখা গেলেও, এতদিন পর্যন্ত এই ধরনের কোনও পদক্ষেপ দেখা যাচ্ছিল না ।

তবে শনিবার বিকেল থেকেই রায়গঞ্জের বিভিন্ন এলাকায় চতুর্থ সুরক্ষা বাহিনীর এই ব্যাণ্ড তাদের নিজস্ব পোশাক তথা নীল সাদা উর্দি, মাথায় টুপি পরে নানান বাদ্যযন্ত্র নিয়ে “আমরা করব জয়” থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন গানের তালে তাল মেলান তারা ।

এদিন কেউ বাড়ির ছাদ, তো কেউ ব্যালকনি। আবার কেউ বাড়ির গেটের সামনে থেকে দাঁড়িয়েও আরক্ষা বাহিনীর এই পদক্ষেপে শামিল হন অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here