নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ


পর্যটন মরশুমের শুরুতেই জেলায় আসা পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে উদ্যোগী হল বাঁকুড়া জেলা পুলিশ।জেলার প্রতিটি থানা এলাকার গুরুত্বপূর্ণ মোড় গুলিতে পুলিশ আধিকারিকরা এই কনকনে শীতের রাতেও ঠায় দাঁড়িয়ে থাকছেন।পর্যটক বাহী কোন গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তা পরীক্ষা করে দেখার পাশাপাশি যাত্রী সুরক্ষার বিষয়টি কতটা মানা হচ্ছে সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে কড়া নজর রাখা হচ্ছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প চালুর পর এই জেলায় দূর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হয়েছে।ফি বছর চলতি পর্যটন মরশুমে সাধারণভাবে দূর্ঘটনা সংখ্যা বেড়ে যায়।আর তা আটকাতেই পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ বলে জানা গেছে।জেলা পুলিশ সূত্রে খবর,চলতি পর্যটন মরশুমে প্রতিদিন রাতে জেলার পর্যটন কেন্দ্র গুলি থেকে যাওয়ার মূল কেন্দ্র গুলিতে সারা রাত ধরে পুলিশের বিশেষ টিম উপস্থিত থেকে পর্যটকবাহী গাড়ি গুলির উপর নজরদারী চালাবে।জেলা পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়, পুয়াবাগান,হেবির মোড়, মেজিয়া,বিষ্ণুপুর, খাতড়া, রানীবাঁধের আকখুটা,রাইপুর, সিমলাপাল সহ মূল রাস্তা ও মোড়ে পুলিশী টহলদারি চলবে। এইভাবে পুলিশের ধারাবাহিক নজরদারি চললে চলতি পর্যটন মরশুমে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।বাঁকুড়া জেলা পুলিশের অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন
পর্যটক থেকে সাধারণ মানুষ সকলেই।


আরও পড়ুন: বড়দিনে সেজেছে মফস্বলের গির্জা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584