নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় এর প্রানীবিদ্যা বিভাগের সৌজন্যে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লক মৎস্য দপ্তরের সহযোগীতায় জলজ জীব বৈচিত্র্য, জলাশয়ের ব্যবহার ও মিষ্টি জলের ছোট দেশীয় শোভাময় মাছ সংরক্ষনের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল হলদিয়া ব্লকে।

শুক্রবার দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান দুটি শুক্রবার সকালে হলদিয়া ব্লক মৎস্য বিভাগের অফিসে এবং বিকেলে বাড়ঘাসিপুর ব্রতী সংঘ গ্রামীন গ্রন্থাগার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।দুটি কর্মশালা মিলিয়ে মোট পঞ্চাশেরও বেশি পুরুষ মহিলা অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ প্রশাসনের সহযোগিতায় খোয়া যাওয়া সামগ্রী ফিরে পেল পরিবার
প্রশিক্ষক হিসেবে ছিলেন অধ্যাপক ডক্টর অংশুমান চন্দ ও হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু। ছোট দেশীয় মাছকে অ্যাকুরিয়ামে রঙিন মাছ হিসেবে চাষ করা যায় । চৌবাচ্চায় চাষ করতে পারলে বেশি লাভ জনক হয় ।
এখানে ছোট দেশীয় মাছের সংরক্ষন ও চাষের বিষয়ে প্রধানত আলোচনা করা হয়। মাগুর, শিঙ্গি, কই, মৌরলা প্রভৃতি দেশীয় ছোট মাছের চাষ নিয়ে যেমন আলোচনা হয়। তেমনি আলোচনায় উঠে আসে কোন পুকুরে কী মাছ চাষ করা হবে, চাষের মেয়াদ কতদিন হবে, কখন বাজার জাত করা হবে এবং এজন্য মোট কত খরচ হতে পারে ইত্যাদি।
বাড়ির ছোট ডোবা-পুকুর কিংবা বড় ঘের বা ভেড়িতে মাছ চাষ করতে গেলে এসব বিষয়ে সঠিক পরিকল্পনা থাকতে হবে বলে জানান সুমন বাবু। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন হলদিয়ার বিডিও তুলিকা দত্ত ব্যানার্জী, সভাপতি সুব্রত কুমার হাজরা সহ প্রমুখেরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584