নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সাত দিনব্যাপী শীতকালীন বিশেষ শিবিরের সুচনা হলো শুক্রবার।পরিবেশ বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজ এন এস এস ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে।বেলদা কলেজের হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মিনারের শুভ সূচনা করেন বেলুড় মঠের মহারাজ স্বামী যজ্ঞধারানন্দ।
সাত দিন ধরে চলা এই শীতকালীন সেমিনারের প্রথম দিনে উপস্থিত ছিলেন খড়গপুর বনবিভাগের অতিরিক্ত বন আধিকারিক আশিস মণ্ডল,উপস্থিত ছিলেন বেলদা কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র মন্ডল,বেলদা কলেজ এনএসএস বিভাগীয় প্রধান ড. লিপিকা মন্ডল সহ বেলদা কলেজের অধ্যাপকবৃন্দ।এই দিনের এই সেমিনারে উপস্থিত সমস্ত ব্যক্তিদের ফুলের গাছ দিয়ে এন এস এস ক্লাবের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।শীতকালীন এই বিশেষ শিবিরের প্রথম দিনে বক্তব্য রাখতে গিয়ে খড়গপুর বনবিভাগের অতিরিক্ত বন অধিকর্তা আশিস মণ্ডল বলেন-“পৃথিবীতে সর্বোৎকৃষ্ট জীব মানুষ।আমরাই পারি পরিবেশকে সুন্দর স্বচ্ছ রাখতে।আমরা জানি সব থেকে পবিত্র নদী গঙ্গা কিন্তু ভাবতে অবাক লাগে নিজেরা নিজেদের রাজ্যের নদীকে প্রধান নদী কে পরিস্কার রাখতে পারছি না।আজকে বনের দলমা হাতি থেকে চিতাবাঘ বেরিয়ে আসছে লোকালয়ে।কারণ শুধু একটাই সেটা হলো আমাদের,মানুষের পর্যবেক্ষণ এর অভাব।আর এন এস এস দলের কাজ হল সমাজসেবা।পড়াশোনা তো সবাইকে করতে হবে,কিন্তু প্রকৃতির সেবা,মানুষের সেবা,সমাজ সেবা,সবাইকে দায়িত্ব নিয়ে করতে হবে।তবেই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে পারি।”শীতকালীন বিশেষ সেমিনার এর উদ্বোধনীর দিনে এনএসএস দলের পক্ষ থেকে বিশেষ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়।
এই দিনের বিশেষ অনুষ্ঠানের উদ্বোধক তথা বেলুড় মঠের মহারাজ স্বামী যজ্ঞধারানন্দ বলেন-“এন এস এস দলের প্রধান প্রতীক চিহ্ন চক্র।যার মধ্যে জীবন ক্রম,শৈলী সবকিছুই রয়েছে।বছরে শুধু একশো কুড়ি ঘন্টা দায়িত্ব নেওয়া নয়,এনএসএস ছাত্র-ছাত্রীদের দায়িত্ব নিতে হবে পরিবেশ সেবার।তবেই হবে ঈশ্বর প্রাপ্তি।”৮ ই ফেব্রুয়ারি থেকে ১৪ ই ফেব্রুয়ারি চলবে বেলদা কলেজ এনএসএস বিভাগের স্বচ্ছ ভারত অভিযান।ছাত্র-ছাত্রীদের এন এস এর কাজ,বিভাগের গুরুত্ব সম্পর্কে বেলদা কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র মন্ডল জানান-“মানুষের ইচ্ছা শক্তি পারে সমস্ত কিছুর পরিবর্তন করতে।এন এস এস দলের প্রধান কাজ শুধু একশো কুড়ি ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।আর শুধু এন এস এস দলের ছাত্র-ছাত্রীরাই জানবে তা নয়।এর গুরুত্ব নিজেকে শুধু প্রতিষ্ঠানের অঙ্গনে নয় প্রতিষ্ঠান বাইরে বিশেষ প্রভাব ফেলবে সাধারণ মানুষের মধ্যে।”সাত দিন ধরে চলা এই বিশেষ শিবিরে রয়েছে নানান ধরনের সামাজিক কাজ।বৃক্ষরোপণ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে মানবিক চেতনার পরিবর্তন সবকিছুর দায়িত্ব এনএসএস সদস্যদের।এন এস এস দলের বিভাগীয় প্রধান ড. লিপিকা মন্ডল জানিয়েছেন-“আমাদের কলেজে তিনজন প্রোগ্রাম অফিসার এবং তিনটি ইউনিট মিলিয়ে ৩০০ জন এনএসএস এর সদস্য।যেসব অঞ্চলে এখনো শিক্ষার আলো পৌঁছায়নি কিংবা পরিবেশ সম্পর্কে এতটা সচেতন নয়,আমরা সেইসব গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে সচেতন করছি এবং শিক্ষার আলো নিয়ে আসার চেষ্টা করছি।”
আরও পড়ুনঃ সকালের ঝিরঝিরে বৃষ্টিতে বাগদেবীর আরাধনার আয়োজনে বাধা
বেলদা কলেজ এনএসএস ডিপার্টমেন্ট দত্তক নিয়েছে দুটো গ্রাম।বিশেষ ভাবে পিছিয়ে পড়া ওই দুটো গ্রামে সচেতনতা বিষয়ক এবং পরিবেশ সম্পর্কে বিশেষ শিবিরের আয়োজন করা হবে এই স্বচ্ছ ভারত অভিযান সপ্তাহে।উপস্থিত ব্যক্তিদের পরিবেশ বিষয়ক বিশেষ আলোচনার মাধ্যমে এই দিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584