সুদীপ পাল, বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলা পরিষদে দ্বিতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। ৫৮টি আসনের মধ্যে ৪১টিতে জিতেছে তৃণমূল এর সদস্যরা। কিন্তু জেলা পরিষদের সভাধিপতি কে হবেন তা নিয়ে এখনো প্রশ্ন চিহ্ন। গতবার সভাধিপতির আসনটি তপসিলি জনজাতির জন্য সংরক্ষিত ছিল। এবার এই পদটি মহিলা সংরক্ষিত। ফলে গত বারের সভাধিপতি দেবু টুডু সম্ভাবনা সভাধিপতির পদে নেই কিন্তু তিনি সহ সভাধিপতি হচ্ছেন এটা প্রায় নিশ্চিত।
এক্ষেত্রে বেশ কয়েকটি নাম উঠে এসেছে বলে জানা যাচ্ছে। জামালপুর থেকে নির্বাচিত মিঠু মাঝির নাম সভাপতির জন্য প্রস্তাব করেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। অনেকে আবার খণ্ডঘোষ এর শম্পা ধারার নাম তুলে ধরেন। এছাড়া জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ গার্গী নাহার নাম প্রস্তাব করেন বর্ধমান উত্তর বিধানসভার পর্যবেক্ষক খোকন দাস। সূত্রের খবর, আজ রাতে জেলা পরিষদের সদস্য ও জেলার নেতাদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের শীর্ষ নেতৃত্ব এই নাম ঘোষণা করতে পারেন। আগামীকাল জেলা পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। আগামীকাল অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস সহ আরও দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী।
আরও পড়ুনঃ ফালাকাটা ব্লকের ধনিরামপুর গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584