পুরোনো আইফোনের স্পিড কমিয়ে দিচ্ছে অ্যাপেল

0
54

ডিজিটাল ডেস্ক, নিউজফ্রন্ট:-

এক বছরের বেশি পুরোনো হলেই আইফোনের স্পিড কমে যাওয়ায় ব্যাপারটি প্রায় সবারই জানা। আগে থেকেই ব্যবহারকারীদের মনে একটি প্রশ্ন ছিল যে অ্যাপল প্রতিবছর লেটেস্ট মডেলের আইফোন বিক্রি করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে আইওএস আপডেট দিয়ে পুরাতন মডেলের আইফোনগুলোর গতি কমিয়ে দেয়। সম্প্রতি বেশ কিছু ওয়েবসাইট এবং অভিজ্ঞ ব্যবহারকারীর পর্যবেক্ষণে আবারও দেখা যায়, নতুন আইফোন বাজারে আসার পর আইওএস আপডেট দেওয়ায় পু্রোনো আইফোনের স্পিড কমে গেছে।

(সমস্ত ছবি-সংগৃহিত)আইফোন 5S

এরপর বিভিন্ন সেটাপে এই পর্যবেক্ষণ করে দেখা যায় অপেক্ষাকৃত পুরোনো আইফোনের স্পিড উল্লেখযোগ্য হারে কমে গেছে। সবাই যখন এটা নিয়ে সমালোচনা শুরু করে  তখন মুখ খুলেছে অ্যাপেল। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে আইফোনের স্পিড কমিয়ে দেয়ার কথা স্বীকার করেছে। তবে তারা এর পেছনে কঠিন যুক্তিও দেখিয়েছে।

অপেক্ষাকৃত পুরোনো আইফোন 6S

অ্যাপল বলেছে, আইফোন পুরোনো হওয়ার সাথে সাথে এর ব্যাটারির চার্জ ধারণক্ষমতা কমে যায়। তখন আইফোনের প্রসেসার যদি অরিজিনাল পারফরম্যান্স করতে চায়, সেজন্য দরকারি বিদ্যুৎ ওই পুরাতন ব্যাটারি সরবরাহ করতে পারেনা। এরকম পরিস্থিতিতে আইফোন অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া ব্যাটারির চার্জ ৪০% এর নিচে নেমে এলেও হঠাৎ করে আইফোন বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে শুধুমাত্র ব্যাটারির বয়স বেড়ে যাওয়ায় কারণে। এই পরিস্থিতি যাতে না হয়, সেজন্য যেসব আইফোনের হার্ডওয়্যার ব্যবহারের কারণে পুরাতন হয়ে যায় সেগুলোতে আইওএস আপডেটের মাধ্যমে স্পিড কমিয়ে দেয় অ্যাপেল।

আইফোন X

ফলে তারপর আর প্রসেসার অরিজিনাল স্পিডে কাজ করতে পারেনা, আর আইফোন অপ্রত্যাশিতভাবে বন্ধও হয়ে যায়না। এটাই  হল অ্যাপেলের যুক্তি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here