সুদীপ পাল,বর্ধমানঃ
কথায় বলে,নদীর ধারে বাস,চিন্তা বারোমাস। নদীর ধারে বাস করলে চিন্তা থাকে কখন বন্যায় বাঁধ ভাঙবে।সম্প্রতি হড়কা বানে বাঁকুড়াতে যেভাবে বাড়ি ভেঙেছে তাতে বাঁধ তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কিত হয়ে উঠতে শুরু করেছেন। খণ্ডঘোষের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের রাউতারা গ্রামে দ্বারকেশ্বর নদীর বাঁধে ফাটল দেখা যাওয়ায় সে চিন্তা আরও বেড়েছে।এলাকার মানুষদের অভিযোগ,গতবার একই ঘটনা ঘটেছিল তখন বালির বস্তা দিয়ে ঠেকানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে বাঁধকে ভালভাবে মেরামত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল কিন্তু বছর ঘুরে গেলেও প্রতিশ্রুতি পূরণ হল না।রাউতাড়া গ্রামে ফাটলের মধ্যে দিয়ে জল ঢুকতে শুরু করেছে জমিতে। গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান গোপাল দাস বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠবে।খণ্ডঘোষের বিডিও কমলকান্তি তলাপাত্র বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বর্ষায় এই পরিস্থিতি আসতে পেরে এটা জেনেও প্রশাসন কেন আগে থেকে বাঁধ মেরামতির উদ্যোগ নিলেন না তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584