নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
বুধবারের রাতটা যুবরাজ তেওটিয়া-র জীবনে একটা অভিশপ্ত রাত ছিল। ওইদিন রাত একটার সময় অফিসের গাড়ি চালিয়ে নিজের ফরিদাবাদের বাড়ি থেকে বিমানবন্দর যাচ্ছিলেন স্পাইসজেটের বিমান চালক যুবরাজ। সে সময় দিল্লি আইআইটি-র কাছে একটি ফ্লাইওভারে তাঁর পথ আটকায় পাঁচটি বাইক। সেই বাইকে কম করে দশ জন ছিল বলে জানা গিয়েছে।
সেখানে ওই বিমান চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ ৩৪ হাজার টাকা সহ অন্যান্য জিনিসপত্র কেড়ে নেয় দুষ্কৃতিরা। যাওয়ার সময় ছুরি দিয়ে আঘাতও করে বিমান চালককে। সেই অবস্থাতেই নিজের গাড়ির মধ্যে পড়েছিলেন তিনি। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
Delhi: Two bike-borne men intercepted the vehicle of a pilot&looted him on June 3 near IIT flyover; pilot injured. Incident took place around 1 AM when he was going to airport. Police say that case has been registered&they're scanning CCTV footage of the route to arrest culprits. pic.twitter.com/vgChXOiD22
— ANI (@ANI) June 4, 2020
আরও পড়ুনঃ আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে নীরব কেন রাজ্য প্রশ্ন অনিন্দ্যর
বুধবার গভীর রাতে দক্ষিণ দিল্লির এই ঘটনা আবারও প্রশ্ন করতে বাধ্য করলো যে, এখনও গভীর রাতে রাজধানী ঠিক কতটা সুরক্ষিত? এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দক্ষিণ-পশ্চিম দিল্লির সিনিয়র পুলিশ অফিসার দেবেন্দ্র আর্য। দিল্লি পুলিশের মুখপাত্র এমএস রণধাওয়া শুধু জানিয়েছেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584