টেলিভিশনে ছোটদের জন্য ‘হলিউড ব্লকবাস্টার’

0
69

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এই লকডাউনে ওদের জীবনটাও আজ বড্ড বেরঙিন। অনলাইন ক্লাসে আর মন বসছে না। ড্রইং ক্লাস বন্ধ, নাচের স্কুলে যাওয়ার আর উপায় নেই, গানের আন্টিও আসে না বাড়িতে, মাঠে ফুটবল নিয়ে ছোটারও চান্স নেই। পায়ে মোটা শিকল পরিয়েছে মাম্মা-পাপা থুড়ি দুষ্টু করোনা। ওদের জীবনে আজ মোবাইলই সম্বল। যখন খুশি যেটা খুশি দেখে নিতে পারছে। এতে সাময়িক মন ভরছে।

Spiderman | newsfront.co

আবার আরেকদিকে সমস্যাও হচ্ছে। ওদের জন্য নয় এমন ভিডিও’ও উঁকিঝুঁকি মারছে ভিউ লিস্টে। অনেকে ক্লিক করেও ফেলছে। তাতে বিপদে পড়ছেন অভিভাবকেরা। একরত্তিগুলোরও মনে নানা প্রশ্ন দানা বাঁধছে- “মা ওই ভিডিও টা ওভাবে সরিয়ে নিল কেন? আমায় মা ওভাবে বকল কেন?”

Spiderman | newsfront.co

এই সবকিছুর কথা মাথায় রেখে কালার্স বাংলার এক দারুণ আয়োজন। ছোটদের জন্য ইংরেজি ছবি বাংলা ভার্সনে নিয়ে আসছে চ্যানেলটি। ৬ সেপ্টেম্বর থেকে প্রতি রবিবার সকাল ৯ টায় সম্প্রচারিত হবে ছবিগুলি।
বাংলায় ডাবিং করা হয়েছে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান টু’, ‘গর্জিলা’, ‘জুমানজিঃ ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘অ্যানাকোন্ডা’।

Spiderman | newsfront.co

ছবিগুলি ছোটদের দেখার মতো। দেখানো হবে প্রতি রবিবার সকাল ৯ টায়। ৭ সেপ্টেম্বর ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান টু’, ১৩ সেপ্টেম্বর ‘গর্জিলা’, ২০ সেপ্টেম্বর ‘জুমানজিঃ ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ২৭ সেপ্টেম্বর ‘অ্যানাকোন্ডা’।

আরও পড়ুনঃ হ্যাপি বার্থ ডে ক্রুশল আহুজা

কালার্স চ্যানেলের এহেন উদ্যোগ প্রশংসার দাবিদার। শুধু ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েদের জন্যই নয়, বাংলা মাধ্যমের ছেলেমেয়েদের কথাও ভেবেছে চ্যানেল। ইংরেজিতে সব শিশু সড়গড় নাও হতে পারে৷ সেই কথাও মাথায় রেখেছে কালার্স বাংলা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here