ভোটার তালিকায় ভুতুড়ে কান্ড

0
86

শ্যামল রায়,কাটোয়াঃ
সম্প্রতিককালে ভোটার তালিকায় যে সমস্ত নতুন নাম এবং সংযোজন-বিয়োজন হয়েছে সেই সমস্ত নাম নিয়ে ভুতুড়ে কান্ড ঘটেছে বলে অভিযোগ। বহু জীবিত মানুষ মৃত আবার মৃত মানুষ জীবিত হয়ে রয়েছে ভোটার তালিকায় এই নিয়ে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে কাটোয়া কালনা এবং নবদ্বীপে।
নবদ্বীপ শহর জুড়ে ও নতুন ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছেন অনেকেই আবার অনেকে মৃত হয়ে গিয়েছেন অথচ তারা বেঁচে রয়েছেন।নবদ্বীপ শহরের ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কয়েকজনের এমনটাই অভিযোগ মিলেছে।নারায়ন দেবনাথ বেঁচে থাকলেও ভোটার তালিকায় মৃত বলে তালিকাভুক্ত রয়েছে। রাজকুমার রায় বেঁচে আছেন অথচ ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছে।
অন্যদিকে কাটোয়া শহরেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।২৮০নম্বর মঙ্গলকোট বিধানসভার কুসুম্বা গ্রামে কাটোয়া ১নম্বর ব্লকের আলমপুর পঞ্চায়েতের পূর্ব পাড়ার সঞ্জয় বিশ্বাস এবং মানিক সামন্ত মধ্যপাড়ার টিংকু শাহা ও সদানন্দ বিশ্বাস দক্ষিণপাড়ার শিশির ঘোষ কে বলে দেখানো হয়েছে ভোটার তালিকায়।অথচ এরা সকলেই বেঁচে আছেন তাই দ্রুত সংশোধন করার জন্য মহকুমা শাসকের কাছে আবেদন জানিয়েছেন ওই সকল ভোটাররা।
বৃহস্পতিবার মহকুমাশাসক সূত্রে জানা গিয়েছে যে বিষয়টি দ্রুত সমস্যার সমাধান করা হবে।জীবিতদের ভোটার তালিকা মৃত বলে দেখানো হয়েছে এই নিয়ে শোরগোল উঠেছে মহকুমায়।
কাটোয়া মহকুমা শাসক মেনু পাল জানিয়েছেন যে জীবিত ভোটারদের মৃত দেখানো হয়েছে তাদের বিষয়টি দ্রুত সংশোধন করে দেয়া হবে তারা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থাও করা হবে তবে এমনটা কেমন হলো তিনি খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখবেন।

আরও পড়ুনঃ পঞ্চায়েতে চড়াও হয়ে প্রধানকে আক্রমণ

জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে যে ভোটার তালিকা নতুন করে পরীক্ষা করে দেখা হবে আগামী দিন যাতে জীবিতকে মৃত দেখানো না হয় বা মৃতকে জীবিত বলে পুরা তালিকাভুক্ত না থাকে সে বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here