অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আইএফএ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়ের পদত্যাগের পরে আসরে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। যেহেতু কন্যাশ্রী কাপ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দাদা সভাপতি অজিত বন্দোপাধ্যায়ের সঙ্গে মনোমালিন্য থেকে পদত্যাগ করেন সচিব আর কন্যাশ্রী কাপ মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত তাই এই টুর্নামেন্ট নিয়ে কোনো বিতর্ক হোক চান না অরূপ।
সোমবার নিজের অফিসে জয়দ্বীপকে ডেকে বৈঠক করবেন তিনি, শোনা যাচ্ছে মানভঞ্জনের চেষ্টাও করা হবে। জয়দ্বীপ জানান, “ক্রীড়া মন্ত্রী আমাদের সঙ্গে সব বিষয়ে সহায়তা করে তাই উনি ডেকেছেন, যাব।”
আরও পড়ুনঃ জয়দ্বীপকে পুর্নবিবেচনার প্রস্তাব মোহনবাগান- মহামেডানের, অনড় সচিব
এদিকে আইএফএর তিন জন সহ-সভাপতিও অজিতের জন্য পদত্যাগ করবে সোমবার বলে শোনা যাচ্ছে। এমন হলে সেটা মুখ্যমন্ত্রীর দাদার জন্য বেশ অপ্রীতিকর হবে। এখন দেখার ক্রীড়া মন্ত্রী আসরে নামায় বরফ গলে কি না আইএফএতে!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584