এবিটিএ’র উদ‍্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
134

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে রাজ‍্যস্তরে গঠিত মুক্তমঞ্চ সন্ধিক্ষণের অনুসরণে,সমিতির জেলা দপ্তর গোলোকপতি ভবনে ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পাশ করা ছাত্র ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।শনিবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা সম্পাদক বিপতারণ ঘোষ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আলোকবরণ মাইতি, সংগঠনের সদর মহকুমা সম্পাদক শক্তি প্রসাদ মিত্র,জেলা কোষাধ্যক্ষ সত‍্যকিংকর হাজরা সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।সঙ্গীত, বিতর্ক,দাবা,কুইজ প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা হয়।

নিজস্ব চিত্র

জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা এতে যোগ দেন।প্রতিযোগিতাকে একটি অন‍্যমাত্রায় পৌঁছে দেয় মেদিনীপুর কুইজ কেন্দ্র পরিচালিত অডিও ভিস‍্যুয়াল কুইজ।কুইজে‌ প্রথম হয় বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ(বালক) দ্বিতীয় হয় কে ডি কলেজের প্রথম বর্ষের পড়ুয়ারা, তৃতীয় হয় খড়্খপুরের সিলভার জুবিলি হাইস্কুল।কুইজ পরিচালনা করেন কুইজ মাস্টার মণিকাঞ্চন রায়, সুদীপ কুমার খাঁড়া, স্নেহাশীষ চৌধুরী, বিশ্বজিৎ কর্মকার, আল্পনা দেবনাথ বসু প্রমুখ। বিভিন্ন ইভেন্টর প্রথম স্থানাধিকারীরা আগামী ২৬ শে আগষ্ট রাজ‍্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।অন‍্যদিকে রবিবার ১৯ শে আগষ্ট এবিটিএ’র উদ‍্যোগে মাধ‍্যমিক ও উচ্চ-মাধ‍্যমিক পাশ করা ছাত্র ছাত্রীদের “ভবিষ্যৎ জীবনদিশা” সংক্রান্ত আলোচনা সভা ও উভয় স্তরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হবে। জীবনদিশা বিষয়ে আলোচনা করবেন বিশিষ্ট অধ‍্যাপক দেবাশীষ সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here