নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নহপাড় গ্রামে স্থানীয় উদিত সংঘের উদ্যোগে শুরু হল দুদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।বেলদা থানার পুলিশের সহযোগিতায় এদিন ‘সেফড্রাইভ সেভলাইফ’ কর্মসূচীকে সফল করতে এলাকায় প্রচার র্যালী অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক বেলদা পুলিশ সার্কেলের সি আই নভেন্দু দে,প্রধান অতিথি বেলদা থানার ওসি অমিত মুখার্জী,নারায়ণগড়ের বিডিও মাণিক কুমার সিংহ মহাপাত্র,শিক্ষক ও সাংবাদিক অখিলবন্ধু মহাপাত্র,গ্রামপ্রধান মানস ঘোষ, উদিত সংঘের সম্পাদক দীপঙ্কর দাস প্রমূখ। বাইক র্যালির পাশাপাশি ছিল মিশন নির্মল বাংলাকে সামনে রেখে সচেতনতার পদযাত্রা। পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন সি আই নভেন্দু দে।নহপাড় পল্লীউন্নয়ন সংঘের প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ।প্রতি বছরের মত এবছর ও উদিত সংঘ দুদিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।বুধবার এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।এছাড়া ও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুনঃ ছট পূজা উপলক্ষ্যে মেলা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584