নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের তিন দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল মঙ্গলবার। বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতর সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা।
প্রতিযোগিতা শুরুর আগে একটি মশাল মিছিল বিদ্যালয় সংলগ্ন এলাকা পরিক্রমা করে বিদ্যালয় মাঠে প্রবেশ করে। ছাত্রদের হাত থেকে মশাল গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছাত্র-ছাত্রীদের শপথবাক্য পাঠ করান বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অভিজিৎ ব্যানার্জী।
প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে এদিন মাঠে হাজির ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা সদর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণি ইসমাইল মল্লিক,এগারো গ্রাম মুসলিম সমাজ সেবা কমিটির সভাপতি সব্যসাচী মন্ডল, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, রবীন্দ্রনাথ মিদ্যা,আজিম আলি খান,স্টাফ কাউন্সিলের সম্পাদক তাপস কুমার বর্মন সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীবৃন্দ। বিদ্যালয়ের দুই ক্রীড়া শিক্ষক সুশান্ত কুমার ঘোষ ও অভিজিৎ ব্যানার্জীর তত্বাবধানে অন্যান্য সবার সহযোগিতায় সুষ্ঠু ভাবে প্রথম দিনের খেলা সম্পন্ন হয়।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে পরীক্ষার্থী সংখ্যায় এগিয়ে ছাত্রীরা
এদিন বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পাঁচ শতাধিক প্রতিযোগী শ্রেনী ভিত্তিক চারটি বিভাগের রানিং,থ্রোয়িং ও জাম্পিং এর বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। খেলার মাঠে বন্ধুদের উৎসাহিত করতে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের দেড় সহস্রাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। বুধবার ও বৃহস্পতিবার প্রতিযোগিতা চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584