পূর্ত কর্মাধ্যক্ষকে সংবর্ধনা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার

0
45

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার, জেলা পরিষদ অফিসে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য, বিশিষ্ঠ সমাজসেবী, শিক্ষা অনুরাগী, ক্রীড়াপ্রেমী তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নব নির্বাচিত পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন কুমার দাসকে পুস্পস্তবক, উত্তরীয়, স্মারক ও উপহার দিয়ে সংবর্ধিত করা হয় কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।

people | newsfront.co
সংবর্ধনা। নিজস্ব চিত্র

করোনা আবহে সরকারি নিয়ম ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত। স্বাগত বক্তব্যে কাঁথি মহকুমার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী, স্বপন বাবুর বর্ণময় কর্মজীবন নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি বিশ্বজিৎ দত্ত সিএসএসএ মাঠের দুই দিকের প্রাচীরের কাজ শেষ হওয়ার জন্যে জেলা পরিষদকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে মাঠের বাকি অংশের জল নিকাশি কাজ যাতে দ্রুত সম্পন্ন হয়, তার জন্যে আবেদন জানান।

আরও পড়ুনঃ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসপি অফিসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন দাস তার বক্তব্যে ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ দিয়ে বলেন, ক্রীড়া উন্নয়নের জন্যে এবং ক্রীড়া সংস্থার আজীবন সদস্য হয়ে তার পক্ষে যা যা করণীয় তিনি তা করবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ইমরান আলি খাঁন, শুভজিৎ সিনহা, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ বেরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংস্থার সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here