নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লকডাউনে করোনাকে কেন্দ্রে রেখে তৈরি হচ্ছে বহু শর্ট ফিল্ম, মিউজিক্যাল শর্টস, মিউজিক ভিডিও। আর তাতে শামিল হচ্ছেন বিনোদনজগতের প্রতিনিধিরা। তবে এবার শুধুই বিনোদনজগত নয়, এই উদ্যোগে শামিল ক্রীড়াজগতের মানুষেরাও। অভিনেতা জয়জিত বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত হয়েছে একটি মানবিক ভিডিও। নাম ‘হিউম্যানিটি’।
না, এটা কোনও মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম কিংবা মিউজিক্যাল শর্টস নয়, এটি একটি সচেতনতার বার্তা। তবে, একটু অন্য কায়দায়। একটু অন্য নাটকীয়তায়। ‘হিউম্যানিটি’-তে অভিনয় করেছেন- অভিনেতা জয়জিত ব্যানার্জি, বিশ্বনাথ বসু, গৌরব রায়চৌধুরী, সন্দীপ্তা সেন, যশোজিত ব্যানার্জি, চাঁদনি সাহা, ক্রিকেটার রণদেব বসু, ফুটবলার সিলটন পাল, ঊষসী রায়, ভাবনা ব্যানার্জি, ফুটবলার মেহতাব হোসেন।
ওঁরা সকলেই অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন একটাই বার্তা- ঘরে থাকুন। দেখা যাচ্ছে সন্দীপ্তা বাইরে বেরোবে বলে বাইরে পরার জামাটা ওয়ার্ডরোব থেকে নামিয়ে চেয়ারের উপরে রাখছেন। নিমেষের মধ্যে সেটা আবার ওয়ার্ডরোবে ফিরে যাচ্ছে। চাঁদনি গাড়ির চাবি নিয়ে বেরিয়েছেন। গাড়ির গেট খুলতে গিয়ে দেখছেন চাবিটা নেই।
আরও পড়ুনঃ লকডাউনে দুই পারের ছবি ‘দূরে থাকা কাছের মানুষ’
সিলটন পাল, মেহতাব হোসেন নিজেদের প্র্যাকটিস সারছেন ঘরে। জয়জিত ফ্ল্যাট বন্ধ করে বেরোচ্ছেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখছেন ফিরে ফিরে আসছে নিজের ফ্ল্যাট। বিশ্বনাথ বসু বাইরে নয়, মর্নিং ওয়াক সারছেন নিজের বাড়ির ছাদে। ঊষসী রায় নিজের বাড়ি নিজেই পরিষ্কার করছেন।
গৌরব বাজার থেকে এসে আগে হাত পরিষ্কার করছেন। যশোজিত ব্যানার্জি বাইরে ক্রিকেট খেলতে যাবে বলে জুতো পরছে। একটা জুতোর ফিতে বাঁধার পর অন্যটা যখন বাঁধতে যাচ্ছে তখন দেখছে আগের জুতোর ফিতেটা খুলে গেছে। ভাবনা কিছুতেই বেরোতে পারছে না বাড়ি থেকে। সুতরাং সব মিলিয়ে বাড়িতে থাকার আর পরিষ্কার থাকার বার্তা দিল ‘হিউম্যানিটি’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584