মেদিনীপুর শহরে করোনা মডেল গাড়ি নিয়ে সচেতনতার প্রচার

0
96

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর শহরের রাস্তায় করোনা মডেল গাড়ি। সোমবার সকাল থেকেই মেদিনীপুর শহরের কলেজ মাঠ, গোলকুঁয়া চক, বটতলা চক সহ একাধিক জায়গায় করোনা সতর্কতায় প্রচার করে এই করোনা মডেল গাড়ি। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার শফি আহমেদ নিজের উদ্যোগে এই গাড়ি নিয়ে জনসচেতনতা প্রচারে নেমেছে।

Corona model car | newsfront.co
নিজস্ব চিত্র

সেই সঙ্গে গাড়িতে থাকা মজুদ খাদ্যসামগ্রীও তিনি তুলে দিচ্ছেন দরিদ্র মানুষের হাতে। শফি আহমেদ বলেন করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করার জন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। সেই সঙ্গে তার সামর্থ্য অনুযায়ী তিনি অসহায় দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন।

আরও পড়ুনঃ জঙ্গিপুর পুলিশ স্টেশনের কন্ট্রোলরুম উদ্বোধন

পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় তিনি ঘুরে ঘুরে করোনাভাইরাস নিয়ে করোনা মডেলের গাড়ি নিয়ে মানুষকে সচেতন করার জন্য প্রচার করছেন বলে জানান। তার এই উদ্যোগে খুশি ঐতিহাসিক মেদিনীপুর শহরের বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here